Site icon Trickbd.com

নামাজের সময় auto ফোন সাইলেন্ট করুন আবার নামাজের শেষে অটো ফোন জেনারেল মোডে নিয়ে নিন। কষ্ট করে আপনার সাইলেন্ট করতে হবে না

Unnamed


 আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম আরেক টি এপ যা অত্যন্ত কাজের। আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।.
.
.
. আপনি যদি এই ব্যাপারে আগে থেকেই জানেন, তাহলে পোস্ট ইগনোর করুন
.
.

→অনেক সময় নামাজে গিয়ে ফোন সাইলেন্ট করতে মনে থাকে না। হঠাৎ করেই অপ্রত্যাশিত রিং / এসএমএস এর সাউন্ড বেজে উঠে। তো এই সমস্যার সমাধান নিন। নামাজের সময় অটোমেটিক ফোন সাইলেন্ট হয়ে যাবে এই এপ এর মাধ্যমে।

তো আর দেরি নয় এবার নিচে থেকে
Softwer টি ডাউনলোট করে তা ইন্সটল
করুন-

Prayer Time Silencer apk 2mb+

স্ক্রিনশট ফলো করুন..
প্রথমেই এপ অপেন করুন
।নিচের স্ক্রিনশট এ মার্ক করা জায়গায় ক্লিক করুন

তারপর স্ক্রিনশট এ মার্ক করা জায়গায় নামাজের সময় সূচী ঠিক করার জন্য ক্লিক করুন

এখানে আপনি সময় ঠিক করে ওকে দিন

তারপর ব্যাকে এসে স্ক্রিনশট এর মার্ক করা জায়গায় টিক দিন।



কাজ শেষ, এখন নির্দিষ্ট সময়ে ফোন সাইলেন্ট হয়ে যাবে এবং আবার জেনারেল মোড অন হবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।

.
.
.

.তো আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ

ফেইসবুক
Exit mobile version