Site icon Trickbd.com

এবার অনলাইন থেকেই পুলিশের কাছে রিপোর্ট করুন, প্রয়োজনে আপনার সকল পরিচয় গোপন রেখে এবং সকল থানার ফোন নাম্বার পাবেন ,,, বাংলাদেশী হিসেবে আপনার দেখা উচিত,, বিস্তারিত

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম।।
আসসালামুআলাইকুম।।

আশা করি আল্লাহর রহমতে সকলেই ভাল আছেন।।

আমি এই পোষ্টটি করার জন্য ২০ দিন আগে দুটি পিকচার আপলোড করে রেখেছিলাম,কিন্তু আপলোড সমস্যা এবং সময় না পাবার জন্য দেরি হল।।

আমি আজ আপনাদের দারুন একটি Apps এর সাথে পরিচয় করিয়ে দেব।।
Name:Bd Police Helpline
size:4.08 mb
নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করে নিন।

link–Bd Police Helpline


আপনি View Message এ গিয়ে অন্য সকলের রিপোর্ট দেখতে পারবেন।।


উপরের স্কিন সর্টের মত,,,টাইটেলে ক্লিক করলে সম্পূর্ণ রিপোর্টটি দেখতে পারবেন।।

এবার মেনু অপশন থেকে Login এ যান→↓


আপনি চাইলে আপনার গোপনীয়তা রক্ষা করে
Login as Anonymous এ Login করতে পারেন,,,এতে আপনার সকল পরিচয় গোপন থাকবে।।
username & password দিয়ে Login করলে অবশ্যই Singup করে নিবেন।।

আপনি এ Apps থেকে যেকোন থানার নাম্বার পেতে পারেন।
এ জন্য Menu থেকে Phonebook এ যান।

এবার আপনার থানার নাম লিখে সার্চ দিন।।

আপনি চাইলে সরাসরি ফোন অথবা মেসেজ পাঠাতে পারবেন।

•••চলুন এবার রিপোর্ট করা দেখাই।

প্রথমে Login করুন–_
আপনার যেরকম ইচ্ছা।।

আমি এটি Login করলাম।


উপরের পিকচারের মত কাজ করুন।।
১ম বক্সে আপনার থানার নাম/যে থানায় রিপোর্ট করবেন।
২য় বক্সে আপনার রিপোর্ট লিখুন।

৩য় বক্সে আপনার ঠিকানা /ফোন নম্বর দিতে পারেন,যদি আপনি চান।
৪র্থ টা আপনার লোকেশন শেয়ার সরাসরি map হতে।।

আশাকরি সকলকে বোঝাতে পেরেছি,,এরপরেও যদি কোন ভুল থেকে থাকে তাহলে আমাকে বলবেন সংশোধন করে নিব,,এবং আমাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি সকলের মন্তব্য আশা করছি এ পোষ্টে।।

আমার সাইট থেকে একবার ঘুরে আসার অনুরোধরইল:-Tricksjan.ml

ভাই আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে সকলে ৫ওয়াক্ত নামাজ আদায় করবেন।।

সবাই ভাল থাকবেন।

***আল্লাহ হাফেজ***

Exit mobile version