♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল টা দেখেই হয়ত অনেকটা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।হুম বন্ধুরা আপনাদের সামনে আজকে একটা দারুন অ্যাপ নিয়ে হাজির হয়েছি।এই অ্যাপটির কাজ দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।এত সুন্দর একটি অ্যাপ আমি নিজেই অবাক হয়ে গেছি অ্যাপটির কাজ দেখে।তো চলেন আগে অ্যাপটির কাজটা আগে দেখে নেই আসলে এই অ্যাপটির কাজ টা কি?
?অ্যাপটির কাজ হলো সম্পর্কে কিছু ধারণাঃ
?এই অ্যাপটি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেনঃমনে করেন আপনার ফোনের প্রতি খুব নেশা সামনে পরিক্ষা কিন্তু ফোনের নেশা কোন ভাবেই ছাড়তে পাইতেছেন।আর এই কারণে আপনার পরিক্ষা খারাপ হতে পারে বা খারাপ হয়। কারণ ফোন থাকলেই ফেসবুক ম্যাসেন্জার চালাইতে বা অন্য কোন নেটের কাজ করতে মন চায়।আর এভাবে পরিক্ষা খারাপ হয়।বা আপনি একটি খুব জরুরি কাজে আছেন কিন্তু ফোনের নেশা থাকার কারণে আপনি ভালো ভাবে কাজ করতে পাইতেছেন না এতে অনেক বড় সমস্যায় পড়তে পারেন।
তাইত আপনাদের জন্য এই দারুন অ্যাপটি নিয়ে আসা।এই অ্যাপটি ব্যবহার করে রাখেন আপনি চাইলোও আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন না।কারণ টা পুরো পোস্টটি পড়লে বুঝতে পারবেন।এই অ্যাপটি ব্যবহার করে আপনার সব কাজ ঠিক ঠাক মত করতে পারবেন।
?আপনার বন্ধুদের হাত থেকে আপনার ফোন রক্ষা করতে পারবেনঃবন্ধু মানে আরেক ভেজাল নিজের ফোন নিয়ে বন্ধুরা ঘাটাঘাটি করে।তারা আপনার ফোনের বারোটা বাজায় দেয় ঘেটেঘুটে একসময় আপনার পার্সোনাল জিনিসপত্র এর ধারে চলে যায়।এবং তা দেখে ফেলে এবং তারপর এটা নিয়ে অনেক ক্ষেপায়।আমরা খুব ভেজালে পড়ে যাই।আসুন এই অ্যাপটি ডাউনলোড করুন আর ওপেন করে সেটিংস করে রাখুন।সারাদিন চেষ্টা করলেও আপনার ফোন চালাইতে পারবে না।
?আপনি আপনার ভাই বোন বা ছেলে মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে পারবেনঃআপনার ছোট ভাই বোন বা ছেলে মেয়েদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন।মানে মনে করেন আপনি খুব ব্যস্ত থাকেন।ছেলেমেয়েদের খেয়াল রাখার সময় পাননা ঠিকমত আপনার ভাই বোন বা ছেলেমেয়ে ঠিক ভাবে পড়ালেখা করতেছে কি না।সবসময় ফোন চালাতে পারে পড়াশুনা না করে।তো আপনি এই পোস্টটি পুরো পড়ে অ্যাপটি ডাউনলোড করুন।এবং দেখানো মত সিস্টেমে কাজ করুন।আপনি যে সময় টা দিয়ে দিবেন তারা শুধু সেই সময়টায় ফোন চালাতে পারবে সেই সময় আগে ফোন চালাতে পারবে না।
?তো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন।আজকে কত বড় একটা অ্যাপ নিয়ে আসছি আপনাদের সামনে তো অনে কথা বলে ফেললাম এবার আসল কাজে আসা যাক।
পোস্টের মূল পার্টঃ
?প্রথমে playsore যান তারপর নিচে দেখানো Stay Focued-app block নামে অ্যাপটি ডাউনলোড করুন।অথবা নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
বা
?তারপর ডাউনলোড শেষ হলে অ্যাপটি ওপেন করুন।ওপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে আপনি CLICK TO GRANT এ ক্লিক করুন।না বুঝলে স্কিনসর্ট দেখুন
?তারপর পারমিশন চাবে সেটা on করে দিন।মানে পারমিশন দিয়ে দিন।
?তারপর ব্যাক হবে না হলে আপনি ব্যাক করুন।তারপর নিচের মত আসবে আবার CLICK TO GRANT এ ক্লিক করুন।
?তারপর আবার allow চাইতে পারে।চাইলে অ্যালাউ দিয়ে দিন।
?তারপর নিচের মত পেজ আসবে সেখানে তালা এর মত আইকনে ক্লিক করুন।
?তারপর নিচের মত আসবে একটা কলম আইকনে মানে ইডিট করা আইকন দেখাবে সেখানে ক্লিক করুন।
?তারপর আপনার ফোনের যত অ্যাপ আছে সবগুলো show করবে।যেটার প্রতি আপনার খুব নেশা যেটার জন্য আপনার পড়ালেখা বা খুব জরুরি কাজ হচ্ছে না।বা আপনার ফ্রেন্ড রা যে অ্যাপ গুলো বেশি ইউজ করেরে আপনার ফোন নিয়ে।অথবা আপনার ভাই-বোন বা ছেলেমেয়ে আসক্ত সেই অ্যাপটি সিলেক্ট করুন।আমি শুধু একটি অ্যাপ দিয়ে আপনাদের দেখাবো আপনি তা শিখে সব গুলোতে করে রাখবেন যে গুলোর প্রতি বেশি আসক্ত হয় বা হন।
?যে কোন একটা অ্যাপ সিলেক্ট করুন।আমি আপনাদের শেয়ারিট দিয়ে দেখাচ্ছি।কারণ আমার ফ্রেন্ডরা আমার ফোন নিয়ে আগে শেয়ারিট করে।
?তারপর একটা পেজ আসবে সেখানে তিনটা ওপশন দেখতে পাইতেছেন।তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করব।কিন্তু সেটিল করা শিখাব নিচের টা দিয়ে নিচের টা দেখলেই ওপরের গুলা করতে পারবেন।
?প্রথম ওপশন টা হলো Usage Time এটা হলো আপনি সেটিং করলে যেদিন দিয়ে রাখবেন সেদিনের আগে ফোনের ওইগুলা অ্যাপ চালাতে পারবে না।মনে করে আজকে রবিবার আমি আজকেই সন্ধ্যা ১০ টা দিয়ে রাখলাম।১০ টার আগে আমি বা অন্য কেউ ওইগুলা কোন ক্রমে ব্যবহার করতে পারবে না।
?দ্বিতীয় ওপশন টা হলো Restriction Time এটা সেটিং করে রাখলে যেদিন যেসময় রাখবেন তার আগে ব্যবহার করতে পারবে না।
?তৃতীয় নাম্বার Quick block এটাতে সেটিংস করা দেখাব।এটা ওন করে রাখলে মনে করেন আমি আজকে পড়ব ১১ টা পর্যন্ত বা খুব জরুরি কাজ করব।বা ছেলেমেয়ে ভাই বোন এই সময় পর্যন্ত পড়বে।এর আগে ফোন চালাবেন না।তাহলে এই সেটিং করে রাখুন ১১ টার আগে আপনি চাইলেও আর ব্যবহার করতে পারবে না।তো চলেন সেটিং করা শিখি।
?তৃতীয় নাম্বার ওপশন এ ক্লিক করুন।আগে সময় ঠিক করুন মানে কয়টার আগে ফোন চালাবেন না।তারপর Notification এর পাশে আইকনে ক্লিক করুন।না বুঝলে স্কিনসর্ট দেখুন।
?তারপর আবার একটা পেজ আসবে ALLOW IT তে ক্লিক করুন।
?আবার allow চাইতে পারে চাইলে allow দিয়ে দিন।
?এবার দেখুন Notification ওপশন টা on হয়ে গেছে।এবার আপনি save এ ক্লিক করুন।
?এবার কেটে দিয়ে দেখুন যে অ্যাপটির সেটিংস করলাম।সেটার ভিতরে ঢুকে দেখুন নিচের মত পেজ আসবে সেখানে দেখা যাচ্ছে আমি যে সময় টা দিছি ওটার আগে ফোন চালাইতে পারব না।মানে অ্যাপটি আর চালাইতে পারবেন না আপনি চাইলেও।
?কাজ শেষ এবার এই ভাবেই আপনি যে অ্যাপ গুলোর প্রতি বেশি আসক্ত সেগুলো ওই ভাবে সেটিংস করে রাখুন।বা আপনার বন্ধু,ভাইবোন,ছেলেমেয়ে যে গুলোর প্রতি বেশি আসক্ত সেগুলো এরকম ভাবে করে রাখুন।
?বি:দ্রঃঅ্যাপটি যদি ভালো লাগে বা আপনার যদি কাজে লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন।যদি এই পোস্টে সবার সাড়া ভাই তাহলে আরও একটি দারুন পোস্ট নিয়ে হাজির হব।ধন্যবাদ কষ্ট করে এতক্ষন পোস্টটি পড়ার জন্য।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ