আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
টাইটেক দেখেই হয়ত বুঝে গেছেন আজকের পোষ্টটি একটু স্পেশাল হতে যাচ্ছে।
হে আপনার এন্ড্রয়েড মোবাইলকে Iphone X এর কত করে নিতে পারবেন। তার আগে আপনাদের বলি Apple iphone 8 এর পর iphone x মানে iphone 10 রিলিজ করছে কিন্তু iphone 9 আসে নি তাই Apple iphone 9 এর ডিজাইন করেছে এবং পুরো বিশ্বের মানুষকে চমকে দিয়েছে।
নিচে iphone 9 এর কিছু ছবি দিয়েছি দেখে নিন।


তো যাই হক iphone এর আরেক নাম কিডনি ফোন যার কারনে সাধারণ মানুষ Iphone কিনা থেকে বিরত থাকে।
কিন্তু তাই বলে তো আমরা পিছিয়ে থাকতে পারি না।
আমরা আমাদের মোবাইলে কে Iphone X এর মত করে ব্যবহার করব।

তার জন্য আপনার একটি App এর প্রয়োজন হবেন।
App টি প্লে স্টর থেকে ডাউনলোড করতে পারেন।
যেহেতু প্লে স্টরে পাবেন তাই আর ডাউনলোড লিংক দিলাম না। আর যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন ডাউনলোড লিংক দিয়ে দিব।
তো প্লে স্টর থেকে নিচের App টি ডাউনলোড করে নিন

ডাউনলোড করা কমপ্লিট হলে App টি ওপেন করুন।
তার পর নিচের স্ক্রিনশট এর মত কাজ করুন।

তার পর Size এ ক্লিক করুন।

তার পর Button এ ক্লিক করুন।

যার ফলে আপনি যদি নিচে থেকে হাত দিয়ে উপরে পুষ করেন তাহলে নিচের মতো দেখাবে।

আর দেখেন এখানে ডিসপ্লে ব্রাইটনেস আছে,সাউন্ড আপ ডাউন Button আছে সব ধরনের Button পাবেন।আপনি চাইলে এই App থেকে এখানে আরো অনেক button add করতে পারবেন।
তো আশা করি সবাই বুঝে গেছেন কি করে কী করতে হয়।
সৌজন্যে WizBD.com
ফেইসবুকে আমি

Leave a Reply