Site icon Trickbd.com

যা লিখবেন তাই কথা বলবে | প্রজেক্ট তৈরি করতে সাহায্য করবে | Text To Speech [Screenshot]

Unnamed

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি দেখাব কিভাবে লেখা থেকে কথা বলাবেন। কথাটা মজার হলেও এটা করা সম্ভব। অনেকেই ছোটোদের পড়ান, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন। তাদের জন্য এটা কাজে আসবে।

তো চলুন শুরু করি:

এর জন্য আপনাকে একটা এপ ডাউনলোড করতে হবে। এপটার লিংক Apkpure এর ডাইরেক লিংক দিলাম।

◾Download: T2S – Text To Speech

?এবার ডাউনলোড করা হলে, ওপেন করেন।

?নিচের মত একটা পেজ আসবে। এখান থেকে সাদা পেজে কিছু লিখেন। যেমন আমি লিখলাম (I Love My Country)। আর প্লে বাটনে ক্লিক করেন।


দেখবেন আপনার লেখাটা কথা বলার মত বলতে থাকবে।

◾এবার দেখেন কি করে কথাটা অডিও ফাইলে সেভ করবেন। নিচেন মত ডট মেনুতে ক্লিক করেন।

◾Save & Export এ ক্লিক করেন।

◾Export as Audio File এ ক্লিক করেন।

◾দেখবেন ফাইলটা সেভ হয়ে গেছে।

এভাবে কাজ করুন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করুন। এখানে ইংলিশ বাংলা দুটো ভাষাই লেখা যায়।

আসা করি সবার ভাল লাগছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহাফেজ!