সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালোই আছেন।
আজ এমন একটি লাইট ওয়েট অ্যাপ নিয়ে আলোচনা করবো যা আপনার ফোনের সৌন্দর্য বাড়িয়ে তুলবে অনেক গুনবেশি।
আজ যে অ্যাপটি সম্পর্কে আলোচনা করবো তার নাম Hex Shaders। আমার মতে এন্ডোয়েড এর মধ্যে বেষ্ট Five লাইভ ওয়ালপেপার গুলোর মধ্যে একটা। এর অসাধারণ অ্যানিমেশন এফেক্ট সত্যিই মনো মুগ্ধ কর। এর ছাড়াও এই অ্যাপটি মাত্র 46 KB। এতো ছোট্ট একটা অ্যাপ যে এতো চমৎকার তা আপনি নিজে ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
যাহোক তো চলুন শুরু করা যাক:-
প্রথমে অ্যাপটি প্লে-ষ্টোর থেকে অথবা, নিচে থেকে ডাউনলোড করে নিন,
এখনো স্কিনসর্ট ফলো করুন→
ওপেন করুন, ওপেন করলে এই রকম দেখতে পাবেন,
লাইভ ওয়েলপেপার সেট করতে CLICK TO SET THIS WALLPAPER এ ক্লিক করুন,
তার পরে Set wallpaper এ ক্লিক করুন,
দেখুন এখান লাইভ ওয়েলপেপার সেট হয়ে গেছে,
এরপর অন্যান্য এফেক্ট নিতে স্কিনসর্ট ফলো করুন,
এফেক্ট দিতে এখান থেকে যে কোন একটি সিলেক্ট করে নিন,
নিচে কিছু এফেক্ট এর স্কিনসর্ট দেওয়া হলো:-
কোন ভুল করলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।