♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?সবাই ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব।যে অ্যাপটি নিয়ে আজকে কথা বলব সেটি হলো আপনার ফোনের স্কিন লক হওয়ার পরও স্কিনে ওয়ালপেপার এবং সময় দেখাবে।সবাই হয়ত বিষয় টা জানে আবার অনেকে জানে না।তো যারা জানে না তাদের জন্য পোস্টটি।
?প্রথমে playstore গিয়ে নিচে দেখানো Always on AMOLED-BETA নামে অ্যাপটি সার্চ দিয়ে ডাউনলোড করুন।
?তারপর ওপেন করুন ওপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে দেখানো মত কাজ করুন।
?তারপর নিচের মত পেজ আসবে সেখানে কয়েকটা ওপশন দেখা যাচ্ছে।এক এক করে সবকটি ওপশন প্রবেশ করুন এবং সব allow করে দিন।
?সব গুলো ওপশন allow করে দেয়ার পর নিচের মত আসবে এবং নিচে দেখানো মত কাজ করুন।
?তারপর একটা পেজ আসবে সেখানে প্রথমে দেখানো ওপশনে ক্লিক করে allow করে দিন।তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।
?তারপর নিচের মত পেজ আসবে অ্যাপটির সব সেটিংস এখানে করতে হবে ss এর নিচে সব সেটিংস দেয়া আছে ওটা দেখে সেটিং করে নিবেন।
সেটিংগুলো হলোঃ
(১)clock styleএ ক্লিক করে যে কোন একটা সময় আইকন চয়েজ করুন।
(২)Date styleএটাতে ক্লিক করুন তারপর allow করে দিন।
(৩)Background/wallpaperএখানে ক্লিক করুন করে যে কোন একটা ওয়ালপেপার চয়েজ করুন।
(৪)Battery Indicatorতে ক্লিক করে Falt style করে দিন।
(৫)Fontএ ক্লিক করুন তারপর আপনার পছন্দ মত চয়েজ করুন।
(৬)Text sizeএ ক্লিক করে আপনার পছন্দমত বাড়ায় নিন।
(৭)Text colorএ ক্লিক করে PRESETS এ ক্লিক করুন তারপর আপনার পছন্দ মত একটা কালার চয়েজ করে done এ ক্লিক করুন।
(৮)Memo textএ ক্লিক করে আপনার পছন্দ মত কিছু লেখুন যেটা স্কিন লক হওয়ার পর ওপরে শো করবে।যেমন আমি আমার নাম দিছি স্কিন লক হলে আমার নাম এবং ওয়ালপেপার ও সময় দেখাবে।
?তারপর স্কিন ওপ করে দেখুন হয়েছে কিনা।
?বি:দ্রঃআপনি যত সুন্দর ভাবে সাজাবেন আপনার স্কিন তত সুন্দর দেখাবে।কোন জায়গায় না বুঝলে কমেন্ট করুন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ