বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুপ্তপূর্ণ app. যার মাধ্যমে আপনি সহজেই যেকোনো ওয়েব সাইটের সম্পূর্ণ পেজ এর স্ক্রিনশট নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। অনেক সময় বড় বড় গল্প কিনবা নিউজ অনলাইনে পড়ার সময় হয় না তাই আপনি চাইলে তা একটি স্ক্রিনশট এর মাধ্যমে save করে রাখতে পারেন। এছাড়াও আপনি এই app এর মাধ্যমে ফোনের যেকোনো জায়গার স্ক্রিনশট নিতে এবং এডিট করতে পারবেন। কথা না বারিয়ে কাজের কথায় আসি।
প্রথমে app টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এটা সম্পূর্ণ pro version paid app তাই আমার Google Drive link দিলাম।
Download Here
এখন নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।
প্রথমে আপনার ফোনের ব্রাউজারে প্রবেশ করুন।
আপনি যে ওয়েবসাইটে যেতে চাই সেটায় প্রবেশ করুন।
এখন একটি নতুন ব্রাউজার ওপেন হবে।
কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
এখন gallery তে গিয়ে দেখুন এক লম্বা স্ক্রিনশট save হয়েগেছে।