Site icon Trickbd.com

মোবাইলে লেখালেখি করার জন্য নতুন কীবোর্ড লঞ্চ হল •একুশে বাংলা• | না দেখলে মিস করবেন।

Unnamed

বন্ধুরা সবাই কে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
বন্ধুরা বরাবরের মতো আজকেও দারুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি।
বন্ধুরা আপনার প্রিয় স্মার্ট ফোনটিতে খুব সহজেই বাংলা লেখার জন্য।
নতুন একটি keyboard উন্মোচন হয়েছে যার নাম হল”একুশে বাংলা কিবোর্ড’।

এই অসাধারন কীবোর্ড টিতে আপনারা বাংলা শব্দের প্রথম অক্ষর লিখলেই কিবোর্ডটিতে সম্ভাব্য শব্দগুলো প্রদর্শিত হবে।
সেখান থেকে শব্দ নির্বাচন করে দ্রুত বাংলায় টাইপ করা যাবে এই কিবোর্ডে।
এই সুপার কিবোর্ড পাঁচ সদস্যের একটি দল তৈরি করেন।
অনেকে আছেন যারা বাংলা শব্দ লিখতে গিয়ে ইংরেজি শব্দের ব্যবহার বেশি করেন। তবে এই কিবোর্ডের সাহায্যে ফোনের বাংলা লেখার সমাধান হবে বলে আমি মনে করি।

কিবোর্ডের আরেকটি চমৎকার ফিচার হলো সোয়াইপ।
যার সাহায্যে মাত্র একটি আঙুল দিয়ে কিবোর্ড স্পর্শ করে লিখতে পারবেন।
বন্ধুরা অনেক কথা বলে ফেললাম চলুন দেখা যাক এই সুপার কিবোর্ডটি কিভাবে ডাউনলোড করবেন।
ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন Ekushe Bangla Keyboard
অথবা এখানে ক্লিকে ডাউনলোড করে নিন।
application ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন এবং নিচের স্ক্রীনশট ফলো করুন।




বন্ধুরা আশাকরি এই চমৎকার কিবোর্ডটি আপনাদের অনেক কাজে আসবে।
আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে ততক্ষণ সবাই ভাল থাকবেন।
একটা সাইট তৈরি করুন এবং ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করুন বিস্তারিত এখানে পড়ুন।
Visit wwW.MastyBd.Mobi
Exit mobile version