“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই?
trickbd আমার একটি প্রিয় পরিবার।
সেই ২০১৬ সাল থেকে trickbd এর সাথে আছি।তবে তখন কেবল শুধু পোস্ট দেখতাম।
এখন ভাল লাগছে আমি ও এই পরিবারে পোস্ট করতে পারছি।
তো কাজের কথায় আসিঃ—
এখন মোবাইল দিয়ে pdf ফাইল তৈরি করতে পারবেন একটি apps দিয়ে।
Apps name :Camscanner
Size :May be 34-35 mb
playstore এ ই পাবেন।
ss→→→→↓↓↓↓↓↓←←←←
তো প্রথমে apps টির ভেতরে যাবোঃ–
তারপর,চাইলে Sing in বা Register করতে পারেন,আর নয় তো মার্ক করা অপশনে ক্লিক করুন।
এবার start scanning এ ক্লিক করুন।
যে বইটি কে pdf বানাতে চান তার,ফটো তুলুন।
তারপর টিক চিহ্নতে ক্লিক করুন।
নিচের মতো আসবে,এবং অটোমেটিক ক্রোপ হবে।আর চাইলে
আপনি ও ক্রোপ ঠিক করতে পারবেন।
এখন এটার বিভিন্ন রকমের look দিতে পারবেন।
যেমন-auto,magic,bright
এই রকমের করে বইয়ের পিক তুলে, তারপর বেক বাটনে এ আসুন।মার্ক করে, শেয়ারে ক্লিক করুন।দেখুন দুটি অপশন, একটি pdf এবং আরেকটি img ।। Pdf file এ ক্লিক করে,শেয়ারইট এ ক্লিক করুন।
শেয়ারইট এ ক্লিক করার সাথে সাথেই pdf ফাইলটি আপনার file menegar এ save হয়ে যাবে।নিচে দেখুন আমার pdf টি চলে এসেছে।
এবার pdf file টি open করলাম।
দেখুন।নিচে তার ফলাফল।
বিঃদ্রঃ শেয়ারইট,ও অন্যান্য ss ও দিতাম কিন্তু অনেক বড় হয়ে যায়।
trickbd তে এটি প্রথম পোস্ট।তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এবং যদি পাড়েন তাহলে,আমার ভুল গুলো দরিয়ে দিবেন।