Site icon Trickbd.com

এবার মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন pdf file বা বই,খুব সহজে, সবাই পারবেন।

Unnamed

“আসসালামু আলাইকুম”

কেমন আছেন সবাই?

trickbd আমার একটি প্রিয় পরিবার।
সেই ২০১৬ সাল থেকে trickbd এর সাথে আছি।তবে তখন কেবল শুধু পোস্ট দেখতাম।
এখন ভাল লাগছে আমি ও এই পরিবারে পোস্ট করতে পারছি।
তো কাজের কথায় আসিঃ—

এখন মোবাইল দিয়ে pdf ফাইল তৈরি করতে পারবেন একটি apps দিয়ে।

Apps name :Camscanner
Size :May be 34-35 mb
playstore এ ই পাবেন।

ss→→→→↓↓↓↓↓↓←←←←

তো প্রথমে apps টির ভেতরে যাবোঃ–


তারপর,চাইলে Sing in বা Register করতে পারেন,আর নয় তো মার্ক করা অপশনে ক্লিক করুন।

এবার start scanning এ ক্লিক করুন।

যে বইটি কে pdf বানাতে চান তার,ফটো তুলুন।
তারপর টিক চিহ্নতে ক্লিক করুন।
নিচের মতো আসবে,এবং অটোমেটিক ক্রোপ হবে।আর চাইলে
আপনি ও ক্রোপ ঠিক করতে পারবেন।

এখন এটার বিভিন্ন রকমের look দিতে পারবেন।
যেমন-auto,magic,bright

এই রকমের করে বইয়ের পিক তুলে, তারপর বেক বাটনে এ আসুন।মার্ক করে, শেয়ারে ক্লিক করুন।দেখুন দুটি অপশন, একটি pdf এবং আরেকটি img ।। Pdf file এ ক্লিক করে,শেয়ারইট এ ক্লিক করুন।

শেয়ারইট এ ক্লিক করার সাথে সাথেই pdf ফাইলটি আপনার file menegar এ save হয়ে যাবে।নিচে দেখুন আমার pdf টি চলে এসেছে।

এবার pdf file টি open করলাম।
দেখুন।নিচে তার ফলাফল।

বিঃদ্রঃ শেয়ারইট,ও অন্যান্য ss ও দিতাম কিন্তু অনেক বড় হয়ে যায়।

trickbd তে এটি প্রথম পোস্ট।তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এবং যদি পাড়েন তাহলে,আমার ভুল গুলো দরিয়ে দিবেন।