Site icon Trickbd.com

নিয়ে নিন অসাধারণ নতুন একটি ইমোজি কীবোর্ড। এতে 3500+ ইমোজি, ইমোটিকন, জিআইএফস, স্টিকার আছে। (বিস্তারিত পোস্ট]

Unnamed

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।
কথা না বলে চলে যাই আসল কাজে।


✋ আমি একটা কিবোর্ড এর review করব।এপ টির নাম facemoji keyboard.
এই ইমোজি কীবোর্ডে 3500+ ইমোজি, ইমোটিকন, জিআইএফস, স্টিকারস, ফেসমোজি আপনাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে সাহায্য করবে। আমার কাছে অ্যাপ টি ভাল লাগছে। অনেক মজার মজার ইমোজি, ইমোটিকন, জিআইএফস, স্টিকার সহ অনেক কিছু আছে। আসা করি আপনাদের এটা ভাল লাগবে।
তাই কথা না বলে চলে যাই মুল কাজে।এখান থেকে এপ্টি download করেন play store link
এখন screen shot follow করেন।
ইন্সটল করে ওপেন করেন।

এখন কিবোর্ড টি এনবল করে নেন

সিলেক্ট করেন

এখান থেকে যে কোন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন।আপনার ফটো দিতে + এ ক্লিক করেন

যে কোন ফটো সিলেক্ট করেন

সেট এ ক্লিক করেন

এখান থেকে বাটনের স্টাইল সিলেক্ট করেন

আপনার ইচ্ছা অনুযায়ী বাবল সিলেক্ট করেন।

এখন দেখে নেন

সেটিং থেকে ইচ্ছা অনুযায়ী সেটিং করে নেন

এখন আপনে কিছু লেখার জন্য যে কোন এপ ওপেন করুন।
আর দেখুন এপ্টি তে অনেক ইমজি আছে।lool emoji এখানে

এরকম অনেক ইমুজি আছে।

লেখা reples করার জন্য। পেড ব্যবহার করুন।

এখন টাইপ করে দেখেন। বাবল বের হবে।

কিছু কথা
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।
face book এ আমি