হ্যালো আমি রাকিব। আজ যে পোস্টটি করলাম সেটা হচ্ছে নিজের কার্টুন ফেস তৈরি করা নিয়ে।নিচের পিক দুইটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ফেস দিয়ে কার্টুন দুইটা তৈরি করা হয়েছে..
চলুন দেখে নেই কিভাবে কার্টুন তৈরি করা যায়..
ধাপ-১:
প্রথমে গুগল প্লোরে যান এবং সার্চে লিখুন “Bobble keyboard”
ধাপ-২:
নিজের চিত্রে দেখা আইকন দেখে অরজিনাল Apk টা ইনিস্টল করুন।
ধাপ-৩:
ইনিস্টল হলে ওপেন করুন।তাহলে নিচের চিত্রের মত দেখাবে। এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করুন তাহলে গ্যালারি ওপেন হবে।
গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করুন এবং চিত্রের মত আপনার ফেসের অংশটুকু সিলেক্ট করুন। এবার নেক্সট করুন।
ধাপ-৫:
ছেলে হলে male অথবা মেয়ে হলে Female ক্লিক করুন।
ধাপ-৬:
স্ক্যান করতে কয়েক সেকেন্ড সময় নিবে।
ধাপ-৭:
এবার ম্যাজিক দেখুন!! আপনার নিজের ফেসের কার্টুন হয়ে গেছে।নিজের বারের অপশন গুলা থেকে গলার অংশ কেটে শুধু ফেসটুকু রাখুন। নেক্সট এ ক্লিক করুন।
ধাপ-৮:
আপনার ফেসটি এবার স্টিকারের সাথে এড হয়ে গেছে দেখুন। অসংখ্য স্টিকার আছে দেখুন। Gif ফাইলও আছে অনেক।
ধাপ-৯:
Store থেকে আরো অনেক স্টিকার ডাউনলোড করতে পারবেন।
এ সম্পর্কে আমার ভিডিও টি দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি
SUBSCRIBE my channel
ধন্যবাদ।