Site icon Trickbd.com

নিয়ে নিন অসাধারণ একটি language translate অ্যাপ।আর যে কোন ভাষার ওপর টাচ করেই বাংলায় পরিণত করুন।

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটি ভাষা translate অ্যাপ নিয়ে হাজির হলাম।যার মাধ্যমে আপনি যে কোন দেশের ভাষা বাংলা করে পড়তে পারবেন খুব সহজেই।তাও আবার লেখা লেখি না করেই মানে অতিরিক্ত ঝামেলা ছাড়াই।নিচের দেখানো মত সেটিংস করে নিবেন তারপর যে কোন ভাষার ওপর শুধু টাচ করবেন বা সার্চ বার ধরে রাখবেন সাথে সাথে বাংলায় পরিণত হবে।মানে একদম অসাধারণ একটি অ্যাপ এবং translated করার পদ্ধতিটা দারুন।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?প্রথমে playstore যান তারপর নিচে দেখানো Hi Translate অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি ওপেন করুন allow চাইলে দিয়ে দিন।তারপর নিচের মত পেজ আসবে সেখানে নিচে দেখানো মত GET STARTED তে ক্লিক করুন।

?তারপর নিচের মত একটা পেজ আসবে ওই পেজে আপনাকে কিভাবে কি করতে হবে সেটা ওই পেজেই দেখায় দিবে সেই ভাবে কাজ করুন।না বুঝলে প্রথমে ACCESSIBILITY তে ক্লিক করুন।তারপর একটা ছোট পেজ ওপেন হবে সেখানে তারপর ওপর ক্লিক করুন।তারপর আপনার ফোনে পারমিশন দিতে বলবে পারমিশন দিন।না বুঝলে ওই পেজে দেখুন।

?তারপর back করুন।তারপর একটা পেজ আসবে সেখানে NEXT করে দিন তারপর নিচের মত পেজ আসবে সেখানে DONE এ ক্লিক করুন।তারপর আবার আপনার কাছে allow চাইতে পারে দিয়ে দিন।না বুঝলে ওই পেজে লক্ষ করুন বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে।

?তারপর একটা পেজ ওপেন হবে সেখানে GET STARTED ক্লিক করুন।

?তারপর একটা পেজ ওপেন হবে সেখানে নিচে দেখানো মত আইকনে কিছুক্ষণ প্রেস করে ধরে রেখে ছেড়ে দিন।

?তারপর নিচের মত পেজ আসবে open translate ball লেখাটা on থাকে তাহলে বুঝবেন আপনি সঠিক ভাবে অ্যাপটিতে প্রবেশ করেছেন।এখন আমরা সেটিং করব।নিচের দেখানো দুইটা।

?এবার সেটিংস করবেন কিভাবে?প্রথমে আপনি Your language এ ক্লিক করে।সেই ভাষাটা সিলেক্ট করুন যে ভাষাতে ট্রান্সলেট করবেন।আমি বাংলা সিলেক্ট করলাম কারণ আমি সব ভাষা বাংলায় ট্রান্সলেট করব।

?তারপর Your friends language এ ক্লিক করুন।তারপর ওই ভাষাটা সিলেক্ট করুন যে ভাষা আপনি বুঝেন না বা ট্রান্সলেট করবেন।আমি ইংরেজি ট্রান্সলেট করব তাই ইংরেজি সিলেক্ট করলাম।

?তারপর আপনি যেটা ট্রান্সলেট করবেন সেটাতে যান দেখবেন আপনার ফোনের স্কিনে একটা আইকনে চলে আসছে।আমরা ওটা দিয়েই ট্রান্সলেট করব যেকোনো ভাষাকে।

?তারপর যে ভাষা টা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেখানে ওই আইকন টা নিয়ে যান যেটা একটু আগে আপনার স্কিনে আসল সার্চ বারের মত।সেটা ওই ভাষার ওপর ধরুন যেটা আপনি বুঝতেছেন না।দেখবেন কিছুক্ষন পর ভাষাটা ট্রান্সলেট হয়ে গেছে।

?তারপর দেখুন আপনি আরও ট্রান্সলেট করছি আপনি এই ভাবে করতে থাকুন।যে কোন ভাষা ট্রান্সলেট করতে পারবেন এই ভাবে।ওই সার্চ বার আইকন টা যেখানে ধরবেন সেটাই ট্রান্সলেট হয়ে যাবে।

?বিঃদ্রঃএটা শুধু মাত্র হোয়ার্টসওয়াপ এর জন্য।বাট কম বেশি সব জায়গায় করা যায় দেখেন আমি আপনাদের করেই দেখাইছি।whatsup করলে একদম সঠিক ভাবে ট্রান্সলেট হবে কোন ভূল হবে না ১০০%।আর কোন কোন জায়গায় ট্রান্সলেট নাও হতে পারে।যেখানে হবে না সেটা কপি করে কাউকে সেন্ট করে এই ভাবে ট্রান্সলেট করুন।

?আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ