Site icon Trickbd.com

মোবাইল এর খালি ফোল্ডার গুলো মেমোরি থেকে দুই সেকেন্ড এ মুছে ফেলুন [২ এমবি এপস]

Unnamed

আসছালামুআলাইকুম অরাহমাতুল্লাহ,,,

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালো আছে ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।
তো বন্ধুরা এই পোস্ট টি একমাত্র ট্রিকবিডি তে প্রথম দিচ্ছি আর কোথাও নাই।


আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আমাদের মোবাইল এ কোন এপস থেকে কোন ব্রাওজার থেকে বা বিভিন্ন উপায়ে আমাদের মোবাইল এ খালি ফোল্ডার তৈরি হয় যেগুলিতে কোন কিছুই থাকে না আবার কিছু হিডেন ও থাকে কিছু,।আমরা একটা একটা খালি ফোল্ডার খুজে ডিলিট করতে বিরক্ত হই, তাই আজ আপনাদের সামনে যে এপস টি দেখাবো সেটি দিয়ে সহজেই এক ক্লিক করে বা একবার চেপে সব খালি(ফাকা) ফোল্ডার ডিলিট করতে পারবেন।
এপস এর নামঃ Empty Folder Clean
সাইজঃ ২.৩৯ এমবি
প্লেস্টোর এ আছে
লিংক ; DOWNLOAD APPS
ডাউনলোড হয়ে গেলে অপেন করে নিচের স্কিনসট এর দেখানো সহজ নিয়মে কাজ করুন
১: clean এ চাপুন

২: এবার খেয়াল করুন ফোল্ডার গুলো সব দেখাবে( আমার মোবাইল এ যতগুলো খালি ফোল্ডার ছিলো সো করছে

৩:এবং clean! এ চাপুন হলুদ র্মাক করা

৪: দেখুন খলি ফোল্ডার গুলো ডিলিট হয়ে গেছে–
বিঃদ্র ;- মোবাইল এর সিস্টেম ফোল্ডার গুলো থাকবে কারন ওগুলো মোবাইল এর ফ্লাশফাইল(বা সফটওয়ার)
?ধন্যবাদ কেমন হয়েছে কমেন্ট এ যানাবেন??