Site icon Trickbd.com

কখন কী করবেন, কতটুকু করবেন জানাবে ছোট্ট একটি অ্যাপ!!!

Unnamed

সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন,

অনেক সময়, অনেক কাজের ভিড়ে কোন কাজটি কখন করতে হবে বা কতটুকু সময় করা হয়েছে তা হিসাব রাখতে প্রায়শই বিপাকে পড়তে হয়।

অনেকেই জানতে চান, মোবাইলে কখন এবং কোন অ্যাপটি কত সময় ব‍্যবহার করেছেন।

এসব হিসাব রাখতে, কাজের তালিকা ও সময় সম্পর্কে তথ‍্য দিয়ে সাহায‍্যকারী হিসেবে কাজ করতে পারে অ্যাপ ‘স্মার্টটাইম’। অ্যাপটি ইন্সটল করে রাখলেই তা আপনাকে জানিয়ে দেবে আপনার সময়ের কার্যক্রম সম্পর্কে।

এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

অ্যাপটি ডাউনলোড করতে চলে যান আপনার ফোনের প্লে-স্টোর, অথবা নিচে থেকে সরাসরি ডাউনলোড করে নিন,

ডাউনলোড

ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিন,

এবার এক নজরে দেখে নেই অ্যাপটির ফিচার সমূহ:-

অ্যাপটির মাধ‍্যমে প্রতিদিনের কাজের শিডিউল করা যাবে।কোন কাজ কত সময় ধরে করা হয়েছে তা গ্রাফ চিত্র আকারে প্রদর্শিত হবে। ফলে সহজেই কাজের সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

অ্যাপটিতে রয়েছে ম‍্যাপ ও ক‍্যালেন্ডারের সুবিধা। গুগল ক‍্যালেন্ডার ও ম‍্যাপের সঙ্গে যা যুক্ত করা যাবে।

ফোনে থাকা অ্যাপগুলোর মধ‍্যে কোনটি কতটুকু সময় ব‍্যবহার করেছেন তা জানাবে এই অ্যাপ।

অ্যাপে থাকা গোল অপশন থেকে কোন কাজে কতটুকু সময় ব‍্যয় করবেন তা নির্ধারণ করে নেয়া যাবে।

অ্যাপে রয়েছে নোটিফিকেশন সুবিধা, সেটিংস থেকে চাইলে নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে।

এতে রয়েছে ডিসপ্লে শর্টকাট বার, নোটিফিকেন শটকার্ট বার সুবিধা। অ্যাপের উপরে ডান পাশে থাকা ঘড়ি আইকনে ক্লিক করে সেটিংসগুলো অন করে নিতে হবে।

অ্যাপে থাকা মাই ডাটা অপশনে গিয়ে ক‍্যাটাগরি আকারে কোন কাজে কতটুকু সময় ব‍্যয় হয়েছে তা দেখা যাবে। এছাড়া দেখা যাবে কোন স্থানে কতটুকু সময় ব‍্যয় করেছেন।

এই অ্যাপটির প্লে-স্টোর রেটিং 4.4 প্রাপ্ত।

অ্যাপটির দুই লাখের অধিক ডাউনলোড হয়েছে প্লেস্টোর থেকে।

একক্ষন সময় ব্যায় করে সম্পূর্ন পোষ্টটি পড়ার জন্য,

ধন্যবাদ