Site icon Trickbd.com

দেখেনিন কিছু জনপ্রিয় App যা ২০১৭ সালে Top হিসেবে । পুরষ্কিত করা হয়েছিল এই এপস গুলোকে।।

Unnamed

আসলামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি

আজকের টিপসটা হলো ২০১৭ সেরা কিছু App সমূহ নিয়ে তো আর কথানা বাড়িয়ে কাজের কথায় আসি

প্রথমেই আছে Nova Luncher

Nova Luncher কে নিয়ে কিছু বলার নেই কারন আমরা প্রায় সবাই এই App টাকে ব্যবহার করেছি।

আর দ্বিতীয় নাম্বারে যে এপসটা আছে তা হলো SowiftKey Keyboard

SowiftKey Keyboard টা অনেক জনপ্রিয় একটা এপস এটা আপনি আপনার ফোনে ব্যবহার করকে পারেন এই App টাতে অনেক fetched রয়েছে। তাই চাইলে নামিয়ে নিকে পারেন।

Es File Explore

Es File Explore আমার আপনার প্রায় সবার কাছেই অনেক দারুন একটা এপস এই App দিয়ে  আপনি খুব সহজে zip File, Rar File, Obb data ইত্যাদি ধরনের ফাইল ও Extet করতে পারবেন। আর file Maneger হিসেবে তো কাজ করছেই।

Mx Player

আমাদের জাদের Android ফোন আছে তারা সবাই।এই এপটা ব্যবহার করি। কি নেই App টিতে ভিডিওতে যা করা দরকার প্রায় সবই আছে এই এপসটিতে।

Picsart Android App

Picsart কে নিয়ে বলার কিছু নেই কারন। এটা একটা অসাধারন Photho ইডিটিং এর App। Pc যা করা যায় আপনি এই Android app দিয়েয় করতে পারবেন।

Tiny Scanner

আপনি খুব সহজে এই এপসটার সাহায্য। আপনি আপনার বইয়ে যে লেখাকে Scanner করতে পারবেন। এবং সেই লেখা গুলো কপি করে রেখে দিতে পারবেন।

Goggle Assistant

Ok Google আমরা সবাই Google কে চিনি। তাই গুগল আমাদের জন্য একটা অসাধারন এপস তৈরি করেছেন আমরা বলব Google এর এই App আমাদের সেই উওর দিবে।

আর আপনার এই সব এপস গুলো Google play Sotre এ পেয়ে যাবেন।

যদি কোন ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে  ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ পোস্টা পড়ার জন্য ☺

যদি কোন সমস্যা হয় আমাকে ফেসবুকে এ মেসেস করুন। ফেসবুকে আমি