Site icon Trickbd.com

আপনার মূল্যবান সময় বাঁচিয়ে তথ্য খুঁজতে সহায্য করবে ছোট্ট একটি অ্যাপ!!!

Unnamed

আশা করি সকলে ভালোই আছেন,

আজ আমি চমৎকার একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো, যা আপনার ব্রাউজিং করার সময় কিছুটা হলেও বাঁচিয়ে দিবে।

আমাদেরকে নানা প্রয়োজনে গুগল এর মতো সার্চ ইঞ্জিনে তথ্য খুঁজতে হয়। এরপর সার্চ রেজাল্ট থেকে প্রদর্শিত লিংকে ক্লিক করে প্রতিটি সাইটে যেতে অনেক সময় লেগে যায়।

তবে আপনি যদি ‘কেক ওয়েব ব্রাউজার’ নামে একটি অ‍্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে আর আপনাকে কষ্ট ও সময় ব্যায় করে প্রতিটা লিংক ক্লিক করতে হবে না।

এখন থেকে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলেই সরাসরি প্রদর্শিত হবে সেই সব ওয়েব সাইট। চাইলে সোয়াইপ করে প্রতিটা ওয়েব সাইট পরিবর্তন করে তথ‍্য খোঁজা যাবে খুব সহজেই অ‍্যাপটিতে। এতে করে আপনার ডেটা ও মূল্যবান সময় কিছুটা হলে ও বেঁচে যাবে।

এই অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এখন অ্যাপটি ব্যবহারের কিছু স্কিনসর্ট দেখে নেওয়া যাক:-

অ্যাপটিতে আপনি আপনার পছন্দ মতো সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারবে। কোন কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ রেজাল্ট সম্পূর্ণ পেইজ না প্রদর্শিত হয়ে সরাসরি ওয়েব সাইট প্রদর্শিত হবে।

সময় বাঁচতে ডানে বামে সোয়াইপ করে ভিজিট করা যাবে যে কোনো ওয়েব সাইটে।

সার্চ রেজাল্টে পাওয়া প্রয়োজনীয় ওয়েব সাইটটি এই অ্যাপ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বা বন্ধুদের ইনবক্স পাঠানোর সুবিধা রয়েছে।

এতে রয়েছে প্রাইভ মুড অপশন। অ্যাপটির হিস্টোরি থেকে জেনে নেওয়া যাবে এ পর্যন্ত কী কী সার্চ করা হয়েছে।

এতে রয়েছে সংরক্ষণ সুবিধা। পরবর্তী সময়ে পড়ার জন্য পছন্দের কোনো লিঙ্কও সেইভ করে রাখা যাবে অ্যাপটিতে।

এছাড়া, আপনি কোন ধরনের তথ্য খুঁজতে চান, তার ক্যাটাগরি নির্ধারণ করে সার্চে করার সুবিধা রয়েছে এই অ্যাপটিতে।

এই অ্যাপটি ইন্টারনেট নির্ভর হওয়াতে, এইটা ব্যবহার করতে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ লাগবে।

প্লে-স্টোরে 3 দশমিক 7 রেটিং প্রাপ্ত অ্যাপটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এই পর্যন্ত।

এ ছাড়া অ্যাপটি সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করা যাবে গুগল প্লে থেকে।

বি:দ্র: ফোনের কনফিগারেশন ভালো না হলে অ্যাপটি ডাউনলোড নাও হতে পারে। 

আশা করি অ্যাপটি ব্যবহার করে খুবই উপকৃত হবেন।

আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যায় করে পোষ্টি পড়ার জন্য,ধন্যবাদ

Exit mobile version