প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় ডিবাইস Pixel এর অফিশিয়াল Launcher__সাথে কিছু ফিচারস দেখতে Android Oreo (8.1)V2 এর মত।আমার দেখা সবথেকে ভাল এবং কম এম্বির মধ্যে এটাই বেস্ট,একবার ব্যবহার করেই দেখুন ভাল লাগবে।
ডেভেলপার রা এটা কে Port করেছেন যাতে সকল ডিবাইস এ ইন্সটল করতে পারে।
মোড ফিচার টা হলো,,পিক্সেল এর এই লাঞ্চার এ কোন আইকন প্যাক ইউস করা যেত না,,তাদের স্টকভাবেই আইকন ছিল পিক্সেল আইকন।এটা কে মোড করে তারা আইকন প্যাক ইউস করার সুযোগ দিয়েছেন।
প্রথমেই নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
তারপর আপনার মোবাইলের Settings>Security>তে যান Unknown Sources enable করে দিন।
একি নিয়মে Pixel icon pack ও ইন্সটল করুন।
তারপর হোম এ ক্লিক করে Pixel Launcher টা Always করে দিন।
এখন দেখেন কিভাবে Android Oreo এর মত Notification dot চালু করবেন।লাঞ্চার এর সিটিংস এ যান,তারপর উপরে দেখেন Notification Dots লেখা আছে ওইটা অন করে দিন।
তারপর নিচে দেখেন Iocn pack লেখা আছে ওইটা তে ক্লিক করে Pixel Icon pack দিয়ে দিন।
Pixel Launcher V2(Oreo 8.1)Demo
আশা করি সবার কাছে ভাল লেগেছে,কারো যদি কোন সমস্যা হই তাহলে কমেন্ট করেন,,আর সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।