আজকের বিষয়
আজকের বিষয়: “[App Review] আপনার ফোনের জন্য নিয়ে নিন দারুণ একটা Dictionary এপস, আশা করি সকলের ভালো লাগবে!!”. আশা করছি আপনারা সম্পুর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
আজকে আমি একটা Dictionary এপস নিয়ে হাজির হয়েছি। এই এপস টার Size মাত্র ৫০০ Kb. বাট এই এপস এর রয়েছে দারুণ কয়েক টা ফিচার। এছাড়া এপ টাতে রয়েছে বাড়তি শব্দ যোগ করার সুযোগ। এবং আপনি চাইলে যেকোনো শব্দকে Favourite করে রাখতে পারবেন এবং পরবর্তিতে যেনো সহজে মনে পড়ে।
প্রথমে আপনারা Play Store এ গিয়ে Ridmik Dictionary লিখে সার্চ করুন তাহলে এই App টা পেয়ে যাবেন।,
নিচে App টার Features গুলো দেখুন
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।