Site icon Trickbd.com

(Apps Review) গোপন ক্যমেরা খুঁজে বের করুন আর ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করুন ছোট্ট একটি Apps এর সাহায্যে

Unnamed

আসসালামু আলাইকুম

রানা ভাই সহ এডমিন প্লানের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে পোস্ট করার সুযোগ করে দেবার জন্যে।

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি ।

আপনারা যারা আপুরা আছেন তাদের পোস্টা পড়া বেশি প্রয়োজনীয় কারণ এই পোস্টটি পড়ার পর হয়তো আপনি অন্য কারোর ক্ষতির সম্মুখিন হতে বেঁচেও যেতে পারে। আজকের এই পৃথিবীতে আর যায় হোক ধোকাদেয়া মানুষের আভাব নেই বলতে পারেন। এর মধ্যে কিছু ভালো মানুষও আছেন আমি সবাইকে কিন্তু খারাপ বলছিনা সুতরাং না বুঝে কেউ কিছু বলবেন না প্লিজ। বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি।


প্রথমে এই Ir Camera Detector এপ্সটি ডাউনলোড করেনিন…..

Apps টি দিয়ে আপনি যা যা করতে পারবেন
‎১) কোথাও গোপোন ক্যমেরা ( Camera ) থাকলে তা দেখতে পারবেন।

‎২) আর ক্যমেরা (Camera) টি কোথাই আছে তা রেডিও ডিটেক্ট করতে পারবেন।।

এপ্সটি Open করলে এই রকম চারটি Options দেখতে পারবেন।।

Ir Camera Detector এর মধ্যে গেলে ক্যমেরা Open হয়ে যাবে আপনি অন্ধকার অর্থাৎ রাত্রে দেখতে পাবেন

Detect By Radiation এ গেলে আপনি কোথাও কোন ক্যমেরা আছে কিংবা কোন ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা তা দেখতে ও কোথাই আছে খুজে বের করতে পারবেন।

এটা করার পর এইরকম দেখতে পারবেন CP/TV/MF/RD জন্যে

আর হাই রেডিওশেন এর জন্যে যেমন Microphone/High Radiation Detected

Camera Detected এর জন্যে
এইরকম দেখা যাবে


বিঃদ্রঃ এর জন্যে আপনাদের ফোনে Radiation Sensor থাকতে হবে।।।।

আশাকরি বোঝাতে সক্ষম হয়েছি,
আমার কোথাও ভুল ত্রুটি থাকলে বলেদিয়ে সাহায্য করবে।

ধন্যবাদ সবাইকে।