সবাই কেমন আছেন?
আশা করি সকলেই ভালো আছেন।
এখন ছোট শিশুদের খেলার সঙ্গী স্মার্টফোন কিংবা ট্যাব। বেশিরভাগ শিশু স্মার্ট ডিভাইসে কার্টুন দেখা ও গেইম খেলে সময় কাটাতে পছন্দ করে। এই কাটুর্ন দেখে বা, গেইম খেলে তারা ব্যায় করছে অনেকটা সময়।
কিন্তু শিশুরা যেন এই সময়টা স্মার্টফোনের সাথে খেলার ছলে লেখাপড়ায় হাতে খড়ি নিতে পারে সেইজন্য অ্যাপ স্টোরে রয়েছে বিভিন্ন রকম অ্যাপ।
আজ এমনি একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো, তাহলে শুরু করা যাক।
অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন,
এরপরে ওপেন করলেই আপনার চোঁখে পড়বে চমৎকার একটি ইন্টারফেস।
এইবার অ্যাপটির ফিচারগুলো দেখে নিন:-
এতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণগুলো ধারাবাহিকভাবে দেখানো রয়েছে।
কোনো বর্ণের উপর শিশু আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই নিজে থেকেই উচ্চারণ করে বর্ণটি শোনা যাবে।
শিশুদের উপযোগী অনেক পশুপাখি রয়েছে এতে। এগুলো দেখার পাশাপাশি শুনতেও পারবে শিশুরা।
অ্যাপটিতে বাংলা ও ইংরেজি নম্বর গণনা শেখার সুবিধা রয়েছে।
এছাড়াও মানব শরীরের কোনটাকে কি বলে তাও জানতে পারবে শিশুরা।
সহজ সরল ইন্টারফেস হওয়ার কারণে শিশুরা সহজে ব্যবহার করতে পারবে।
ইন্টারনেট ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করে অ্যাপ্লিকেশনটি। চমৎকার এই অ্যাপটি 4.4 রেটিং প্রাপ্ত।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি আসলেই অসাধারণ সব সুন্দর অ্যানিমেশন, আর খুবই মজার এই অ্যাপটি।
আশা করি অ্যাপটি শিশুদের পড়াশুনার প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করবে।
ধন্যবাদ।