Site icon Trickbd.com

মোবাইলের বেশীর ভাগ ফাইলই সাপোর্ট করছে না। এখন ১০০ এর বেশি ধরনের Format Support করবে আপনার স্মার্ট ফোনে | অনেক সমস্যার এক সমাধান…!!

Unnamed

স্বাগতম TrickBD বাসী। নিশ্চয় ভাল আছেন । আপনাদের মাঝে আনারও ফিরে এলাম একদম নতুন একটি টিউটরিয়াল নিয়ে। তাহলে শুরু করা যাক…!!

মোবাইলটা যেহেতু স্মার্ট ফোন । তাই এর মধ্যে নানা রকম ফাইলের ছড়াছড়ি । হাতে গোনা পাচঁ দশটা ফরম্যাট ছাড়া বাকি গুলো তো সাপোর্টই করে না। ফলাফল নানা‌রকম Software Download করতে হয় তার জন্য । যেমন__

  1. Text এর জন্য Text Editor
  2. Html এর জন্য Html Editor or Viewer
  3. Video এর জন্য আালাদা player
  4. আরও কত কি..????

কিন্তু আমি এমন একটা Software দেখাব যা দিয়ে অনায়াসে 100 এর বেশি ফরমেট সাপোর্ট করাতে পারবেন । এজন্য আপনাকে আলাদা আলাদা Software Download করতে হবে না ।

প্রথমে নিচের দেয়া লিংক থেকে Android File Viewer Install করে নেই।

Install হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করি। এবং Continue এ ক্লিক করি।

.
এখন Continune with Ads এ ক্লিক করি।


.
যেকোন একটা অপশন বাচাই করে নেই।

.
সব গুলো Allow করে দেই। কাজ শেষ।

.
দেখে নিই কি কি কাজে লাগবে এই Software টি।

All Specification This Application

Pdf Supported Format
Pdf Reader হিসেবে সাপোর্ট করবে ।
.pdf | .epub

Email BackUp Format
.eml, .emlx | .msg, .oft | winmail.dat | .mht

Supported Audio Farmat list
নিচের সব ফরমেট কাজ করবে। মিউজিক অডিও ফরমেট ।
.aac | .flac | .imy | .m4a | .mid, .midi | .mka | .mp3 | .ogg | .ota | .wav)

Video Codec Supported Farmat
ভিডিও এর জন্য নিচের দেয়া সকল ফরমেট সমুহ সাপোর্ট করবে ।
.3gp | .mkv | .mp4>| .ts | .webm

Archive (Package ) Supported Farmat
এই সব ধরনের Zip package unlocked করতে পারবেন।
.7z | .bz2 | .tbz2, .tar.bz2 | .gz | .jar | .tar | .tgz, .tar.gz | .z | .zip

Camera Supported Farmat
স্বাভাবিক ভাবে ক্যামেরাতে তোলা পিকচার মোবাইলে সাপোর্ট করে না । কিন্তু এ অ্যাপস ব্যবহার করলে নিচের সব ফরমেটের ক্যামেরা দিয়ে তোলা পিকচার সাপোর্ট করবে।
.arw | .bay | .cr2 | .crw | .dcr | .dng | .erf | .kdc | .mos | .mrw | .nef | .nrw | .orf | .pef | .raf | .raw | .rw2 | .rwl | .sr2 | .srf | .srw | .x3f

Image Supported Farmat (picture)
নিচের দেয়া সকল (32 টি ফরম্যাট ) এক্সটেমশন ধরনের ফরমেটের ছবি | পিকচার | ইমেজ ভালভাবেই ভিউ করতে দক্ষ।
.bmp | .dds | .gif | .hdr | .ico | .iff | .jng | .jp2 | .jpeg | .jpg | .mng | .exr | .pbm | .pcd | .pcx | .pgm | .pfm | .pict | .png | .ppm | .psd | .ras | sgi | .svg | .tga, .targa | .tif, .tiff | .wbmp | .webp | ..xbm, xpm

Supported Text Farmat
তিন ধরনের Text File ভিউ করতে পারবে।
.cfg | .conf | .txt

Supported HTML Format
নিচের তিন ধরনের Html ফাইল ভিউ করতে সক্ষম।
.html | .htm | xhtml

Supported Source Code Viewers
১৯ ধরনের Source Code ভিউ করতে পারবেন। নিচে ফাইল সমুহের এক্সটেনশনসহ দেয়া হল..।
.c | .coffee | .cpp | .cs | .css | .h | .ini | .java | .js | .json | .m | .mk, .makefile | .md | .php | .pl | .py | .rb | .sh | .sql | .xml

উপরের‌ দেয়া যেসব ফরমেট আছে সব গুলো আপনার মোবাইলে এখন সাপোর্ট করবে । এখন ভিন্ন ভিন্ন ফাইলের জন্য আলাদা কোন Software খুজতে হবে না ।

এই পোস্টটা আমি HTMl এর মাধ্যমে তৈরি করেছি। অনেক সময় লেগেছে বটে। এখন যদি আপনাদের ভাল লাগে তাহলে আমি সার্থক। যদি কেউ এরকম Css Html দিয়ে TrickBD তে পোস্ট লিখা শিখতে চান তো কমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে