Site icon Trickbd.com

মোবাইল দিয়েই পুরোনো ছবি স্ক্যান করে ডিজিটাল ভাবে সংরক্ষণ করুন খুব সহজে।

Unnamed

সবাই কেমন আছেন?

আশা করি সকলেই ভালো আছেন।

আমরা এখন এক দিনে যেই পরিমানে ছবি তুলে থাকি তা অাগে এক বছরেও এত ছবি তুলতাম না। এখন আমরা ছবি তুলেই ফেসবুকে শেয়ার করি অথবা গুগল ড্রাইভে সংরক্ষণ করি।

এখন আর আগের দিনের মতো ছবি তুলো ওয়াশ করিয়ে ফটো অ্যালবাম এ সংরক্ষণ করি না।

তাই আগের তোলা ফটো অ্যালবাম হতে পুরোনো দিনের ছবি ডিজিটাল ভাবে সংরক্ষণ করতে চাই আমরা অনেকেই।

বিশেষ করে কাগজের ফটো অ্যালবামে থাকা ছবিগুলো একটা সময়ের পর নষ্ট হয়ে যায়। তাই পুরোনো দিনের স্মৃতি গুলো ধরে রাখতে ছবিগুলো স্ক্যান করে ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়।

আর এই সংরক্ষণের কাজটি আপনাদেরকে আরও সহজ ভাবে করাতে আজ চমৎকার একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো।

প্রথমে বিনামুল্যে অ্যাপটি ডাউনলোড করে নিন,

ডাউনলোড

তাহলে শুরু কার যাক:-

এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরা ব্যবহার করে পুরোনো ছবিকে স্ক্যান করে।

অ্যাপটি চালু করার পরে ছবিকে মোবাইলের সামনে রাখতে হবে। এরপর সাধারণ ছবি তোলার মতোই ছবি তুলেই স্ক্যান করা যাবে ছবিগুলোকে।

চাইলে দেয়া যাবে উন্নত মানের নানা ফিল্টার। যা পুরাতন ছবিগুলোকে করবে আরও জীবন্ত।

অ্যাপটি আপনার তোলা ছবি অটোমেটিক ক্রপ এবং রোটেড করে দিবে।

তবে আপনি চাইলে ছবি স্ক্যান করার পর ক্রপ করে প্রয়োজন মত অংশ নির্বাচন করে নিতে পারবেন।

এই অ্যাপটি ব্যবহার করলে আমার মনে হয় না আপনার গুগল ফটোস ব্যবহারকারের প্রয়োজন হবে।

তবে আপনি চাইলে স্ক্যান করা ছবি গুলো গুগল ড্রাইভে বা ফটোসয়ে সংরক্ষণ করতে পারবেন।

আশা করি অ্যাপটি ব্যবহার করে আপনার পুরোনো ছবি সংরক্ষণ করে রাখতে পারবেন।

বি:দ্র: ফোনের কনফিগারেশন ভালো না হলে অ্যাপটি ডাউনলোড নাও হতে পারে।

কোন ভূল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,

ধন্যবাদ।

Exit mobile version