Site icon Trickbd.com

[4.0→9.0]Android এর নতুন ভার্শন Android P(9.0)এর Volume control Style ব্যবহার করুন আপনার Android এ_Root ছাড়া…θδ

Unnamed

প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন।

আবারো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে এসেছি,,Android এর নতুন ভার্শন Android P(9.0) এর Volume এর ফিচারস কিভাবে আপনার Android এ ইন্সটল করবেন সেটা দেখাব।

প্রথমে নিচ থেকে App টা ডাউনলোড করে নিন_এপ টি বের হয়েছে কালকে,,এপ টা পেইড এপ,এখনো কোন সাইট থেকে ফ্রি তে ডাউনলোড করা যাচ্ছে না,

Volume Slider(Android P Style).Apk

ডাউনলোড করে ইন্সটল করেন।

যারা Android 6.0+ ব্যবহার কারি তারা App এর সব পারমিশন অন করে দিন,App info তে গিয়ে,আর Modify System এ পারমিশন দিন Draw over other apps এর পারমিশন দিন App Usgase এর পারমিশন দিন Notification Access এর পারমিশন দিন।

আগেই বলে রাখি এটা শুধ আপনি Notification bar টান দিলেই সব গুলো Control দেখা থাকবে সেখান থেকেই সবকিছু কন্ট্রল করতে পারবেন।

দেখুনঃ



Media

system

In call voice

Alarm

Notification

Ringtone

Bluetooth

আশা করি এপ টা সবার কাছে ভাল লেগেছে,,আমি এটাই ইউস করতেছি।কারন খুভ সহজেই সব গুলো কনট্রল করা যাই,,Volume এর স্টক গুলাতে এত কিছু নাই।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ,

শুভ রাত্রী সবাইকে

ফেইসবুকে আমি