Site icon Trickbd.com

মুখে কথা বলার মতো নির্দিষ্ট শব্দ ব্যবহারের মাধ্যমে Bluetooth,WiFi,যেকোনো App’s চালু বা বন্ধ করুন।এছাড়া Screen বন্ধ থাকলে অন করুন Voice এর মাধ্যমে।ছোট App’s এ অনেক কিছু।

Unnamed

আশা করি সবাই ভাল আছেন.

@@@আজকের টপিক-একটি App’s নিয়ে।যার নাম–Smart Voice Assistant.যার সাইজ–3.70 mb.এর প্রধান কাজ আমাদের ভয়েসের মাধ্যমে মোবাইলকে কন্ট্রোল করা।এর প্রো লিংক দেব,ফ্রিতে ডাউনলোড।যার দাম প্রায় 250 টাকা মতো।

এর সাহায্যে আমরা যে যে কাজ করতে পারি-

••WiFi,Bluetooth অন বা অফ করতে পারি কথা বলে।যদি মোবাইলের সামনে বলি “WiFi” ,তাহলে WiFi অন হয়ে যাবে।আর যদি বলি “stop WiFi”, তাহলে WiFi অফ হয়ে যাবে।কোনো Touch করা লাগবেও না।

••Screen Off থাকলে বাটন বিহীন ভাবেই শুধু “Open” বললে Screen ওপেন হয়ে যাবে।

••এছাড়া যেকোনো Apps ওপেন করতে পারি কথা মাধ্যমে।হোমে থেকেই যদি বলি “boy mx player pro”,তাহলে Mx Player Open হয়ে যাবে। এখানে boy একটা নির্দিষ্ট সংকেত,এখানে অন্য কিছুও ব্যবহার করতে পারেন।

••কোনো App’s এর ভেতর থাকাকালীন যদি “cancel” বলি ,তাহলে অটোমেটিক ওই app’s হতে বেরিয়ে আসবে।

@@@Download করতে—–

এবার Screenshots Follow করি-









এবার মুখের কথার সাহায্যে Wifi/Bluetooth On/off করতে–


WiFi/Bluetooth অন করতে আপনি যেকোনো কোড ওর্য়াড ব্যবহার করতে পারেন।সুবিধার্থে আমি Wifi/bluetooth ব্যবহার করলাম-





যেকোনো App’s মুখের কথার সাহায্যে On করতে–




যেকোনো Code Word ব্যবহার করা যাবে।আমি boy use করলাম–


এবার সময়,কিভাবে লক থাকাকালীন স্ক্রিন অন করবেন এবং যেকোনো App’s থেকে হোম স্ক্রিনে আসবেন–






Home এ চলে আসি-

পরিক্ষা করার সময়–ভয়েসের সাহায্যে Mx Player Pro Open করতে বলতে হবে, ওই কোডওর্য়াড সহ “boy mx player pro”–



.

@@@বিঃদ্রঃ Bluetooth/WiFi চালু করতে ডাটা না থাকলেও চলবে,কিন্তু App’s open করতে লাগতে পারে।Version 5 এর উপর হলে ভাল হয়,,সর্বনিম্ন 4.1 পর্যন্ত।

THANK YOU