Site icon Trickbd.com

ছবি থেকে যোকোন জিনিস গায়েব করে দিন এক্টিমাত্র সফটওয়ার দিয়ে। তাও আবার মাত্র ১০এম্বির অ্যাপ দিয়ে

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এমন একটি এপ্স এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা যোকোন ছবি থেকে আপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলতে পারবেন।

আমরা যখন কোন ছবি তুলি তখন কোন সময় একটি দুটি বস্তুর জন্য পুরো ছবি নষ্ট হয়ে যায়। যাদের কম্পিউটার আছে তারা হয়তো তা দিয়ে অপ্রয়োজনীয় object সরিয়ে ফেলেন। কিন্তু যাদের কম্পিউটার নেই তারা কি করবেন? তাদের জন্যই মূলত আজকের পোস্ট।

তো চলেন আর কথা বাড়াবো না।

প্লে স্টোরে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন ।অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Play Store Download Link 

Mirror Download Link 

অ্যাপটি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন। এখানে Album এবং Tutorials নামে দুটি অপশন আছে।

অ্যালবাম থেকে ছবি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ওখান থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

এবার ছবি ওপেন করার পর Brush এ ক্লিক করুন। আমি লাল দাগ দিয়েছি ওই গাছের ডলাটাকে মানে আমি ওটা রিমুভ করতে চাচ্ছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Brush এ ক্লিক করার পর ওই অব্জেক্ট মার্ক করে দিন। নিচের মত (আমি ডাল্টা মার্ক করেছি)

এবার Go তে ক্লিক করুন। এবার ম্যাজিক দেখুন। ডাল্টা রিমুভ হয়ে গেছে।

এবার ছবিটা সেভ করতে লাল দাগ দেওয়া আইকনে ক্লিক করুন।

এবার Gallary সিলেক্ট করে Save করুন।

ধন্যবাদ সবাইকে।

পোস্টি কারো বুঝতে আসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন


ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার দিতে ভুলবেন না।

আর আমাদের চ্যানেল্টি Subscribe Techquite Bangla করে রাখুন।