Site icon Trickbd.com

চমৎকার সব গ্রাফিক্স ইফেক্ট দিয়ে নিজেই তৈরি করুন দারুন সব ছবি!!

Unnamed

সকলে কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন,

আমরা গুগলে সার্চ করলেই দেখতে পাই দারুন দারুন সব গ্রাফিক্স ইফেক্ট সহ চমৎকার সব পিকচার / ছবি।

তবে সেই সব ছবি তৈরি করা হয়েছে সকলের কথা মাথায় রেখে, তাই আপনার পছন্দমত, বা আপনার ইচ্ছে অনুযায়ী অনেক কিছুই পাবেন না সেই সব ছবির মধ্যে।

তবে উপায়!! আমাদের সকলেরই তো ভিন্ন ভিন্ন ইচ্ছে বা পছন্দ আছে।

আজ আপনার ইচ্ছে কে সম্পূর্ন না হলেও কিছুটা হলেও পূর্ন করতে পারবেন,,, আর এই জন্যই আজ আপনাদের সুন্দর একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব। যার সাহায্য আপনি নিজের ইচ্ছেমত নিজেই ছবি ইডিট করে নিতে পারবেন।

অনেক কথা বলে ফেললাম, এখন মূল কথায় যাই:-

অ্যাপটির নাম: Focus n Filter
অ্যাপটির সাইজ: 39 MB

ডাউনলোড

অ্যাপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করলেই চোঁখে পরবে চোঁখ ধাঁধানো একটি ইন্টারফেস, সেখান থেকে Name Art এ ক্লিক করুন।

এরপরে নিচে দেখতে পাবেন অনেক গুলো ব্যাকরাউন্ড টেমপ্লেট। আপনি যে কোন একটি সিলেক্ট করে নিতে পারেন,আপনার ইচ্ছেমত।


তারপরে Sticker অপশন থেকে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোন ইফেক্ট সিলেক্ট করে নিতে পারেন আপনার ছবিতে।

Text অপশন থেকে যে কোন কিছু লিখতে পারেন আপনার ছবিতে।

এছাড়াও আপনি আপনার গ্রালারি থেকে যে কোন ছবি এড করে নিতে পারেন এখানে।

আপনার ছবি তৈরি হয়ে গেলে অ্যাপে থাকা Share অপশন থেকে সরাসরি শেয়ার করতে পারেন যে কোন সোসাল সাইটে, অথবা আপনি ছবিটি আপনার গ্রালারিতেও সেভ করতে পারেন Save লিখাতে ক্লিক করে।

অ্যাপটির আরও অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে যা আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

ধন্যবাদ সকলকে পোষ্টি পড়ার জন্য।