♣আপনারা সকলেই জানেন যে whatsapp অত্যন্ত জনপ্রিয় চ্যাটিং এবং (voice) কলিং Android app।
♠তাই Whatsapp প্রতিষ্ঠান সব সময় এর ব্যবহার কারীদের তথ্য নিরাপত্তা ও বিভিন্ন নতুন সুযোগ সুবিধা সহ নানা রকম ফিচার সংযোগ করে।এবং প্রায় কিছুদিন পরপরই এদের আপডেট ভার্শন দেখতে পাওয়া যায়।কিন্তু এই আপডেটের ভিড়েই বিভিন্ন অপারেটিং সিস্টেমের কম ভার্শনের ফোন গুলোতে Whatsapp বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে।কারন কম ভার্শনের ফোন গুলোতে আর আপডেট ভার্শন সাপোর্ট করবে না।যার ফলে পুরোনো ফোন ব্যবহার কারীদের একাংশ Whatsapp ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে।
♠বর্তমানে google play store এর অধিকাংশ apps এর Android এর required version থাকে 4.1 থেকে 4.2।Whatsapp ও এর বিকল্প করে নি।
♦♦যে সকল ফোনে ২০১৭ সাল শুরু হওয়ার আগেই Whatsapp বন্ধ হয়ে যায়ঃ
১.অ্যান্ড্রয়েড ভার্সন 2.3.3 এবং এর পূর্ববর্তী ভার্সন সমূহ।
২.Windows ফোন (version 7)
৩.Iphone 3GS/ios 6
♦♦২০১৭ সালে যে সব ফোন বন্ধ হয়ে যায়ঃ
১.Nokia symbian S60 ফোনটিতে Whatsapp বন্ধ হওয়ার দিন ঘোষণা করা হয় ৩০ জুন,২০১৭।
২.Blackberry OS এবং Blackberry 10 বন্ধ হওয়ার দিন ধার্য করা হয় ৩১ ডিসেম্বর,২০১৭।
♦♦আগামী দিন গুলোতে যে সব ফোনে Whatsapp বন্ধ হবেঃ
১.Nokia S40 ফোনটি চলবে ৩১ ডিসেম্বর,২০১৮ পর্যন্ত।অর্থাৎ এর পরে এটিও বন্ধ হয়ে যাবে।
২.অ্যান্ড্রয়েড version 2.3.7 এবং এর চেয়ে পুরোনো ভার্সনের ফোনগুলোতে Whatsapp চলবে ১ ফেব্রুয়ারি,২০২০ সাল পর্যন্ত।এর পর থেকে এই ফোন গুলোতে আর Whatsapp সাপোর্ট করবে না।
**আমার ফোন হচ্ছে Samsung galaxy y gt-s5360 এবং এর Android version হচ্ছে 2.3.6।আমি যখন Whatsapp চালু করি,তখন প্রথমে আমাকে এর বন্ধের ব্যাপারে নোটিশ দেওয়া হয়।আপনারা নিচের Screeshots এ দেখতে পাবেন।
ইতোমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন যে ২০২০ সালের পর কেবল মাত্র Android version 4.1+ user ছাড়া কেউ Whatsapp ব্যবহার করতে পারবেন না।এমনও হতে পারে একদিন Whatsapp ব্যবহার করতে at least required version লাগবে Android 5.0 অর্থাৎ ললিপপ ভার্সন।কিন্তু সেই দিন আসা অনেক দেরি???।
বি.দ্র:কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আজ এই পর্যন্তই।বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।