Site icon Trickbd.com

এবার আর মেমোরিতে থাকা ডুপ্লিকেট ফটো এবং বড় সাইজের ফাইলগুলো খুজে খুজে ডিলিট করতে হবেনা।

Unnamed



অনেক দিন পর আবার ট্রিকবিডিতে পোস্ট নিয়ে হাজির হলাম।

কিছু কথাঃ

আমি আপনাদেরকে হয়তোবা ভালো কিছু উপহার দিতে চেয়েও পারিনা।
কারণ, সবাই যেই ট্রিকগুলোর জন্য আগ্রহি আমি হয়তোবা সেই ট্রিকগুলো দিতে পারিনা।
আসলে আমার দেওয়া ট্রিকগুলো খুবই কমন। আবার সেগুলোই অনেকে জানেনা।
তাই আমি ট্রিকবিডিতে এরকম কোনো পোস্ট না পেলে, আমিই সেই বিষয়ে লিখে থাকি।
তো, আজকে যেটা দেখাবো সেটি করতে হলে আপনাদের Shareit এপ্লিকেশনটি আপডেট করলেই হবে। তাই লিংক দিলাম না।

টপিকঃ

মেমোরিতে থাকা বড় সাইজের ফাইলগুলো খোজাখুজি না করেই বের করা এবং ডিলিট করার উপায়+ডুপ্লিকেট ফটো ডিলিট করা।

বড় সাইজের ফাইল

প্রথমে আপনার আপডেট করা Shareit এ প্রবেশ করুন এবং নিচের স্ক্রিনশটগুলো অনুসরন করুন

ডুপ্লিকেট ফটো

প্রথমে আপনার আপডেট করা Shareit এ প্রবেশ করুন এবং নিচের স্ক্রিনশটগুলো অনুসরন করুন



Personal Link

College Annual Sports Competition Selfie.

A post shared by Jahidul Islam (@jahidul74) on Mar 28, 2018 at 7:27pm PDT

Exit mobile version