আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
তো বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি এপের সাথে পরিচয় করিয়ে দেব যে এপটি ব্যবহার করলে আপনার মোবাইলের সিকিউরিটি হয়ে যাবে আত শক্ত।
তো কি সেই এপ আর কি করে কাজ করবেন জানতে হলে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন।
এর জন্য আপনাকে একটি এপ ডাউনলোড করতে হবে।
এপটি আপনারা প্লে স্টরে পাবেন।
প্লে স্টর থেকে নিচের এপটি ডাউনলোড করে নিন।
অথবা নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
click here to download
ডাউনলোড করা হয়েগেলে ওপেন করুণ।
ওপেন করে কয়েকবার ডান দিকে সুইপ করুণ।
তার পর নিচের স্ক্রিনশট এর মতো কাজ করুণ।
এর মানে যদি কেউ আপনার মোবাইলের কোন এপ এ ঢুকার চেষ্টা করে তাহলে কতবার ক্লিক করবে। মানে কতবার ক্লিক করলে মোবাইল আনলক হবে।
তো এবার বলি কোথায় ক্লিক করবেন।
আনলক করার জন্য আপনাকে মোবাইলের সাউন্ড কামানোর যে বাটন আছে সেটায় ক্লিক করতে হবে
মানে আপনি যত সিলেক্ট করবেন ততবার ক্লিক করতে হবে।
সিলেক্ট করা হয়েগেলে যত সিলেক্ট করেছেন ততবার সাউন্ড ডাউন বাটবে ক্লিক করুন।
তার পর নিচের মত একটি পেজ আসবে
এখানে আপনি যেকোনো একটি সিকিউরিটি কোয়েকশন সিলেকট করে নিচের বক্সে সেটা টাইপ করুণ।
তার পর Setup এ ক্লিক করুণ।
তার পর নিচের স্ক্রিনশট এর মতো একটি পেজ আসবে
এই পেজ আসার পর আপনি যতবার ক্লিক করবেন বলে সিলেক্ট করেছেন ততবার সাউন্ড ডাউন বাটনে ক্লিক করুণ।
ক্লিক করলে নিচের মতো আসবে।
এখানে স্ক্রিনশট এ যেভাবে দেখানো হয়েছে সেভাবে কাজ করুন।
তার পর আপনার কাছে একটি পারমিশন চাইবে।
পারমিশন টি এলাও করে দিন।
এসে আপনার যে এপে লক লাগানোর ইচ্ছা সেই এপ সিলেক্ট করুন।
বেস্ আপনার কাজ শেষ।
তো আশা করি সবাই বুঝতেপেরেছে কিভাবে কী করতে হয়।
তার পরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুণ অথবা ফেইসবুকে আমি
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।