আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
মোবাইল কেনার সময় কিভাবে ফোনটির CPU এবং আরও সব গুরুত্বপূর্ণ বিষয় যেমন ফোনের সেন্সর,ব্যাটারি ইত্যাদি সব চেক করে কিনবেন ?
এই সব কিছু চেক করার জন্য অনেক সফটওয়্যার হয়তো আছে তবে আমি আজ তাদের সেরাটা নিয়ে আলোচনা করবো আর তা হলো ঃCPU-Z.apk
একটি সমস্যার কারনে লিংক দিতে পারলাম না ।আপনারা Play Store এ পেয়ে যাবেন।
যাই হোক এবার আসি মেন কথাই নিচের ধাপগুলো ফলো করুন।এবার ওপেন করুন।
প্রথমেই দেখতে পারবেন আপনার মোবাইলের সব চেয়ে গুরুত্বপূর্ণ CPU এর সব তথ্য দেখুন।
তারপর পাবেন
আপনার মোবাইল সম্পকৃত সব তথ্য যেমন ব্যান্ড,মডেল ইত্যাদি।
এবার দেখতে পাবেন সিস্টেম এর তথ্য যেমন ভার্সন,এপিই লেভেল ইত্যাদি।
তারপর পাবেন ব্যাটারি সম্পকৃত তথ্য।
তারপর পাবেন Thermal সম্পকৃত
এরপর পাবেন গুরুত্বপূর্ণ সব সেন্সর সম্পর্কে ।
শেষ কথাঃ
=পোষ্টটি আগে থাকতে পারে তবে আমার চোখে পরে নি তাই দিলাম।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।