সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
কিছু কথা
খুব সুন্দর ভাবে এই অ্যাপের সাহায্যে টেক্সট্ কে অডিও করে ফাইলে সেভ করে রাখতে পারবেন।তাছাড়া লেখা গুলো কে txt ফাইল আকারে সেভ করে রাখতে পারবেন। ট্রিকবিডিতে লেখা কে txt নিয়ে অনেক পোস্ট আছে।কিন্তু ঐই পোস্ট গুলোর চেয়ে খুব সহজে txt ফাইল বানাতে পারবেন।কোনো রকম ঝামেলা ছাড়া।অনেকের বলবেন ভাইয়া এটা অ্যাপ নিয়ে এর আগে পোস্ট হয়েছে।তাই বলছি আমার পোস্টটা আগে ভালো করে পড়বেন।এই নিয়ে অন্য কোন পোস্ট নাই।আমি এ নিয়ে সার্চ করেছি কিন্তু কোনো পোস্ট পাইনি।
তো চলেন শুরু করি আজকের টিউটোরিয়াল।
কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপ লাগবে যা প্রায় সবারির কাছে আছে।আর যাদের নেই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্কঃ
প্রথমে অ্যাপ টা ওপেন করুন।ইংলিশ লেখা অডিও করলে কোনো সমস্যা নেই।কিন্তু বাংলা লেখা অডিও করতে হলে আপনাকে Google Text to spech engine থাকতে হবে।মজার ব্যাপার হলো এটা সবার ফোনে থাকে।কিন্তু বাংলা ভয়েস ডাউনলোড না থাকলে ডাউনলোড করে নিবেন।আর যাদের আছে তাদের তো সমস্যা নাই।
ধারাবাহিক কাজ করুন।
আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।