Site icon Trickbd.com

[Hot post] এবার Ridmik keyboard এ আপনার Discription লাগিয়ে নিন।সাথে থাকছে All reviews..[[ Full Tutorial ]]

Unnamed

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

Ridmik Keyboard সম্পকে
Ridmik Keyboard ব্যবহার করিনা এমন সংখ্যা বাংলাদেশে খুবই কম।আর আমরা এই Default কিবোর্ড টিকে আরো সুন্দর করতে Edit করে থাকি।আর Edit করে বন্ধুদের সাথে মজা নেওয়া যায়।তাছাড়া চমকপ্রদ করে গড়ে তুলতে আমরা এগুলো ব্যবহার করি।

তো চলেন দেখি নিই কয়েকটি টিউটোরিয়াল

যা যা দরকার
কিবোর্ড টি ইডিট করার জন্য অবশ্যই আপনাকে দুইটি App থাকা অবশ্যক।App দুটি হলো anWritter ও Apk Editor।যাদের আছে তাদের ডাউনলোড করার দরকার নেই।আর যাদের নেই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ(anWritter free)

ডাউনলোড লিঙ্কঃ(Apk Editor)

(১)Discription লাগানো

প্রথমে anWriter অ্যাপে ঢুকে নিজস্ব তথ্য লেখুন।নিচের মতো।তারপর স্কিনসর্ট এ দেখানো আইকনে ক্লিক করে html ফাইলটা সেভ করে নিন।

তারপর Apk Editor এ ঢুকে — Select Apk from App 》Ridmik keyboard 》Simple Edit 》এ ক্লিক করেন।

তারপর assets এ ক্লিক করুন।

তারপর www তে ক্লিক করুন।

দেখানে আইকনে ক্লিক করে Replace করুন।

আপনার তৈরী html ফাইল টা সিলেক্ট করুন।তারপর নিচে এসে save করুন।তারপর ইনস্টল দেন।

দেখুন আপনার তৈরী Discription চলে এসেছে।এখানে আপনি অন্য তথ্য দিতে পারেন।আর বন্ধুদের কাছ থেকে মজা নিতে থাকুন।

এই Tutorial গুলো যারা জানে না তাদের জন্য শেয়ার করছি।তাই কেউ খারাপ মন্তব্য করবেন না।আমার পোস্ট উপরের Tutorial টা।সকলের সুবিধার্থে এগুলো Add করলাম।কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।

(২)ফন্টস্ট্যাইল চেন্জ

ফন্টস্ট্যাইল চেন্জ
Ridmik keyboard এর যে ইংরেজী ফন্ট গুলো আছে তা চেন্জ করতে পারবেন।নানা স্ট্যাইলের ফন্ট গুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে অথবা অন্য কোনো কিবোর্ড থেকে সেভ করে নিতে হবে।তারপর উপরের মতো Replace করে চেন্জ করতে পারবেন।এই পোস্টটি করেছেন ◀§øĥāğ▶ [Green Hat Hacker] ?$™ ✅ ভাইয়া।আমি বিস্তারিত বললাম না।যারা জানেন না তারা [এই পোস্টটি] দেখুন।

ফন্ট চেন্জ করলে কেমন হবে দেখুন।

(৩)ফন্ট কালার চেন্জ

ফন্ট কালার চেন্জ
কিবোর্ড কে আরো আকর্ষনীয় করে তুলতে আপনি কিবোর্ডের ফন্ট কালার চেন্জ করতে পারবেন।বিভিন্ন রকম কালার দিতে পারবেন।ঐখানে Color Emulator আছে যা কমা বাড়া করার মাধ্যমে কালার চেন্জ করতে পারবেন।তারপর সেভ করে ইনস্টল দিতে পারবেন। এই পোস্টটি করেছেন Mehedi Hasan(Sazid) ভাইয়া। আমি বিস্তারিত বললাম না।যারা জানেন না তারা [এই পোস্টটা]দেখুন।

ফন্ট কালার চেন্জ করলে কেমন হবে দেখুন।

(৪)ব্যাকগ্রাউন্ড চেন্জ

ব্যাকগ্রাউন্ড চেন্জ
এই পদ্ধতিতে আপনি Ridmik keyboard এর ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারবেন।নিজের ছবি দিতে পারবেন।বা অন্য কিছুর ফটো দিয়ে আকর্ষনীয় করে তুলতে পারবেন।তাছাড়া ব্যাকগ্রাউন্ড কালার চেন্জ করতে পারবেন।যদি ব্যাকগ্রাউন্ড আপনার না পছন্দ হয়।তাহলে নিজের ইচ্ছামতো চেন্জ করতে পারবেন। এই পোস্টটি করেছেন Mehedi Hasan(Sazid) ভাইয়া। আমি বিস্তারিত বললাম না।যারা জানেন না তারা [এই পোস্টটা]দেখুন।

ব্যাকগ্রাউন্ড চেন্জ করলে কেমন হবে দেখুন।

(৫)Emoji

Emoji
এটা ট্রিকবিডির ৮০% ভিজিটর জানে।কিন্তু যারা জানে না তাদের সুবিধার্থে এই টিউটিরিয়াল টা দিলাম।তাই কেউ কিছু মনে করবেন না।যারা ইমোজি বের করতে জানেন না।তারা নিচের স্কিনসর্ট দেখে জেনে নিন।

প্রথমে দেখানো জায়গায় চাপ দিয়ে ধরুন।

দেখুন চলে এসেছে।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ