Site icon Trickbd.com

এবার অসাধারণ একটি 3D MUSIC PLAYER + সাথে রিভিউ তো আছেই, সব গান শুনুন 3Dতে, XPlayer 3D

Unnamed

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজকে আপনাদের মাঝে নতুন একটি মিউজিক প্লেয়ার এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে রিভিউ শুরু করা যাক।
.
প্রথমে বরাবরের মতো ইউজার ইন্টারফেস দেখে আসি। অর্থাৎ প্লেয়ারটির কিছু স্ক্রিনশট…










.

ইতিমধ্যে তো প্লেয়ারের ইন্টারফেস দেখে সব বুঝেই গেছেন। তো এবার এর ডিটেইলস নিয়ে কথা বলা যাক।
Player Name : XPlayer 3D

Version: 1.7.01

Requirements : Android 4.4+

File size: 9 mb

Apk Size After Installing : 21 mb+-

Developer Credit : TAMAL BASAK

.

**তো কি কি থাকছে এই প্লেয়ারে?**

= •Virtual 3D Sound
• 3D Surround Sound
• ‎Exceptional Sound Clarity
• ‎থিম কাস্টমাইজেশন এর সুবিধা
• ‎ডাইনামিক Bass বুস্ট
• ‎Treble Boost
• ‎১০টি ভিন্ন Equalizer
• ‎অসাধারণ UI
• ‎১০০% সাউন্ড ক্লিয়ারিটি
• ‎Noise Cancellation (Maybe)

.

∆রিভিউ :

এই প্লেয়ারের মাধ্যমে আপনি আপনার পছন্দের মিউজিকগুলো 3D আকারে শুনতে পারবেন। অন্য যেসকল 3D প্লেয়ার আছে তাদের মধ্যে আমি এটাকে বেষ্ট বলবো। কারণ এতে Poweramp চেয়ে ভালো সুবিধা পাবেন। যেমন ইউজার ইন্টারফেস তার সাথে কাস্টমাইজেশন এর সুবিধা। আপনি চাইলে এখানে আপনার 3D Surround ইফেক্ট নিজের মতো সেট করতে পারবেন। ভালো মানের হেডফোন ব্যবহার করবেন। নাহলে এর আসল মজাটা উপভোগ করতে পারবেন না। আর আপনার হেডফোনে অবশ্যই 3D সাউন্ড কোয়ালিটি সাপোর্টেড থাকতে হবে।
এর আরো মজার সুবিধা হচ্ছে আপনি এতে আপনার প্রয়োজনীয় Equalizer গুলোও পাবেন। আর আসল কথা হলো এর সাউন্ড ক্লিয়ারিটি। হ্যা, সাউন্ড এতে যথেষ্ট ক্লিয়ার পাবেন। তবে যদি আপনার হেডফোন কমদামী লোকাল হেডফোন হয় তাহলে তো একেবারে যাচ্ছেতাই হয়ে যাবে। এজন্য ভালো মানের Uisii অথবা Remax এর হেডফোন ব্যবহার করবেন। আর হেডফোন নিয়ে পরে একদিন রিভিউ দিবো।
• এতে ভিন্ন একটি অপশন দেওয়া আছে, সেটা হলো আপনি মিউজিক চলাকালীন ব্যাকগ্রাউন্ড আওয়াজ(নয়েস) শুনতে পারবেন।
তো অনেক কথা হলো এবার ডাউনলোড করে নিজেই দেখে নিন।

.

ডাউনলোড পর্ব


.
প্লে-স্টোর >>
PLAY STORE LINK
.
আর যারা ফুল ভার্সন চান… তারা নিচ থেকে ডাউনলোড করে নিন।

XPlayer 3D 1.7.01 Pro By BADHON.apk – 9.0 MB
.

কিছুনা ভাই…কিছুনা…যদি আমার পোষ্টগুলা ভালো লাগে তাহলে এই চ্যানেল এর Subscribe বাটনে একটা চাপ মাইরা আইসেন। ধন্যবাদ।

Exit mobile version