বন্ধুরা সবাইকে আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমতে।
আজকে আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এই অ্যাপ্লিকেশনটি হয়তো আপনাদের সবসময় কাজে লাগতে পারে।
তো আসলেই আজকের এই অ্যাপ্লিকেশনটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হবে।
তো মনোযোগ সহকারে application টি দেখবেন এবং কি আপনারা ব্যবহার করবেন।
তো চলুন আমরা দেখে আসি এই অ্যাপ্লিকেশনটির সম্পূর্ণ রিভিউ।
তো বন্ধুরা প্রথমত আমাদের চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে এবং সার্চ করতে হবে pocket sense।
তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন।
অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
সাইজ মাত্র 3 MB
এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
তো এখানে চারটি মূলত অপশন আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে pocket sense mod এবং দ্বিতীয় রয়েছে charge sense mode তৃতীয় রয়েছে motion sense mode এবং সর্বশেষ চতুর্থ নম্বরে রয়েছে battery full sense mode।
তো এই অ্যাপ্লিকেশনটি আমরা কেন ব্যবহার করব ?
দেখুন চারটি ভাগ এখানে রয়েছে চাইলে এই চারটি ভাগ ok করে ব্যবহার করতে পারেন ৪ টা ৪ রকমের কাজ।
১. রয়েছে pocket sense mode এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনি কোথাও দেখা যাচ্ছে ট্রাভেল করতেছেন অথবা বাসে আছেন বা গ্যাঞ্জাম জায়গাতে আছেন সে ক্ষেত্রে প্রথম অপশনটি চালু করে আপনার পকেটএ মোবাইল টি রাখতে পারেন এক্ষেত্রে পকেট থেকে কেউ যদি আপনার মোবাইল বের করে অথবা চুরি করার চেষ্টা করে তাহলে অটোমেটিক আপনার মোবাইলে একটা সাইরেন বেজে উঠবে যা আপনি ছাড়া অন্য কেউ বন্ধ করতে পারবে না।
২. তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে charge sense mode তো এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে আমরা আমাদের ফোনে চার্জ দিয়ে অন্য কোথাও চলে যাই নিশ্চয়ই আপনিও যান ? তো যখনি আপনারা এটাকে চার্জ দিবেন মোবাইলে চার্জ দিয়ে কোথাও রেখে চলে যাবেন সেই অবস্থায় যদি কেউ আপনার ফোনটি নিয়ে যাওয়ার চেষ্টা করে অথবা পিন টি খুলে দেয় তো সে ক্ষেত্রে আপনাদের মোবাইল এলাম দিবে এলাম দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা খোলা হইছে।
৩. থার্ড নম্বরে যে অপশনটি রয়েছে সেটা হলো motion sense mod তো এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে আপনার ফোনটি যখন কোথাও পকেটে রাখবেন বা উল্টিয়ে কোথাও রেখে দিবেন বা যেকোন একটা টেবিলে রেখে দিবেন সে ক্ষেত্রে সে টেবিল থেকে যদি অন্য কেউ স্পষ্ট করে সেটাকে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি একটা জোরে এলাম দিবে এবং আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কেউ টাচ করেছে।
৪. চতুর্থ যে অপশনটি রয়েছে সেটা হল battery full sense mode এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে আপনার মোবাইলে ফুল চার্জ হওয়ার সাথে সাথেই আপনাকে এলাম দিয়ে দিবে আর যতক্ষণ পর্যন্ত চার্জারটি না করবেন ততক্ষণ পর্যন্ত এলবাম টি বাজতেই থাকবে।
তো সবগুলার সাইলেন্স অফ করার জন্য আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক দিয়ে রেখেছেন সেটা প্রবেশ করালেই এটা অফ করা যাবে
ব্যাস এতটুকুই ছিল এই অ্যাপ্লিকেশনটির রিভিউ।
আশাকরি অ্যাপটি আপনার ব্যবহার করবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তো পোস্টটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সেই শুভ কামনায় আজকের মত আল্লাহ হাফেজ।
বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।