কেমন আছেন সবাই,আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের কে দেখাব কিভাবে Xperia X Home Launcher আপনার Android এ ব্যবহার করবেন।
এটি Xperiar লাটেস্ট হোম লাঞ্চার।তাই এর মধ্যে কয়েক টা ফিচারস যোগ করা হয়েছে+সাথে যে কোন আইকন প্যাক ব্যবহার করতে পারবেন।আর নোটিফিকেশন বেইডজ ত আছেই।স্মোথলি ভাবে চলে এই লাঞ্চার নিচ থেকে টানলে App Drower ওপেন হবে+সাথে App Drower Button ও আছে।আর আরেক টা অসাধারন ফিচার হলো Double Touch to Sleep.ডাবল টাচ করলে মোবাইল লক লেগে যাবে।
বাকি টা আপনি ইন্সটল করার পর ই দেখে নিবেন।
নিচ থেকে Xperia X Home Launcher টা ডাউনলোড করুন
Android 5.0+
Download Now(Google Drive)
হয়ে গেলে Done এ ক্লিক করে হোম বাটন প্রেস করে হোম এ আসুন আর Xperia Home Always করে দিন।
Launcher এর সিটিংস এ গিয়ে নিচের মত সিটিং করে নিন
চাইলে আইকন প্যাক ও ব্যবহার করতে পারবেন।
তারপর আপনি যদি Xperia X এর Clock+date এর Widgets ব্যবহার করতে চান তাহলে নিচ থেকে ডাউনলোড করেন এপ টা মাত্র ৩৫৭ কেবি।
Download(Google Drive)
এপ টা ইন্সটল করুন,তারপর হোম এ এসে হোম স্ক্রিন চেপে ধরে Widgets থেকে Xperia Clock টা হোম এ বসান।
Launcher Screenshoots:
কেমন লাগল লাঞ্চার টা সবার কাছে কমেন্ট এ জানিয়ে দিবেন।
ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।