Site icon Trickbd.com

[New Mod] এবার হাজির হলাম Messenger Lite এর DarkRed মোড ভার্সন নিয়ে + মাল্টিটাস্কিং + Music Player

Unnamed

বার হাজির হলাম Messenger Lite এর নতুন একটা Mod নিয়ে। এটাতে আপনি পাবেন মাল্টিউইন্ডো সহ গান শোনার সুবিধা।

## এপটির সংগৃহীত। আমার তৈরি নয়। কিন্তু এতে যাবতীয় ফিচার ও বাগফিক্স। যেমনঃ ট্যাব, ট্রান্সলেশন আমি করি।

## এপটি প্রথমে যখন আমার ফোনে ইনস্টল
করি তখন এটি ছিল ওনেক হিজিবিজি ও বাগ দিয়ে ভরা।

## অনেক কষ্ট করে সব ঠিক করেছি। নতুন ট্যাব যুক্ত করেছি। এখন চালানোর মতো।

## যাদের FB Lite এপে New Message নোটিফিকেশন আসে না, তাদেরকে এই মোড চালানোর জন্য Recommend করব।

## এতে আপনি Messeging করতে করতে গানও শুনতে পারবেন।

## কত Ram ফ্রি আছে Rambar সেটা জানিয়ে দিবে।


ফিচারসমূহঃ Messenger Lite Mod DarkRed


★★ Dark+Red Theme

★★ Green Text Layer

★★ Music Player +

★★ Ram Free Showing Bar

★★ Basic Facebook Tab

★★ More Tab (Browse Instragram,Twitter….)

★★ Black System Notification

★★ DarkRed Icon

★★ Smooth Ui.

Bugs:*

★★ Camera Button (Developer Bugs! Nothing to do! ?)

Fix: Send photos from Gallery → Photo → Share

স্ক্রিনশটসমূহঃ






ডাউনলোডঃ

Download Link (7mb)

How to download:

  1. Install Puffin Browser
  2. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dcda40962.jpg
  3. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dd2c30c92.jpg
  4. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dd6812f38.jpg

** App Not Installed Problem Solved for some phones! If you failed try below post:

App Not Installed! সমস্যার সমাধান


ক্রেডিটঃ

## Dark Theme by: Ceaser

## Translated, Tabs & Bug Fixes by: Riadrox
## Facebook Inc.
## Messenger Lite App

& others….!!

✋এপ এর কোনো সমস্যা বা বাগ নির্দিধায় কমেন্টে বলুন ???

ফেসবুক লাইট RainBow মোড

ফেসবুক লাইট মোড ভার্সন V4

ফেসবুক লাইট মোড ভার্সন V3

★★ বিঃদ্রঃ আমার শেয়ার করা মোডগুলো শুধুমাত্র আমার পার্সোনালি ইউজ করার জন্য তৈরি। এগুলো আপনারা না চালালেও আমার কিছু যায় আসে না। আমার ইচ্ছানুযায়ী আপনাদের কাছে শেয়ার করতেছি। নয়ত এগুলো আপনাদের কাছে কেউ শেয়ার করত না। আপনারা হয়ত এগুলোর অস্তিত্বও খুঁজে পেতেন না। পেলেও আমারগুলো থেকে হতো অনেক আলাদা। তাই, মোডগুলোর ভিতরে ক্রোডিট টেক্সট দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর হ্যাঁ, যাদের পছন্দ হবে না ব্যবহার করবেন না। ইটস্ সো সিম্পল! ?

?????????????????????????????????????☔

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

Exit mobile version