Site icon Trickbd.com

যারা বিসিএস দিতে চান তারা অবশ্যই পোস্টটি দেখবেন। বিগত সালের বিসিএস প্রশ্ন এবং বিসিএস নিয়ে টুকিটাকি।

Unnamed

আসসালামুয়ালাইকুম,

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কোন ট্রিক শেয়ার করব না। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আজকে শেয়ার করব।

আমাদের অনেকেরই স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু কজনই বা হতে পারি বিসিএস ক্যাডার। এটা অনেকটা নির্ভর করে আমাদের লেখাপড়া উপর। এবং কিছুটা ভাগ্যের উপর।

যারা বিসিএস দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ভালো ভালো লেখকের বই পড়ছে। এবং তারা দিনরাত লেখাপড়া করেছে হয়তবা। কিন্তু আমাদের যাদের স্বপ্ন এখন দেখছি যে, হয়তো একদিন বিসিএস ক্যাডার হব। তারা তো এখন আর মার্কেট থেকে বই কিনে নিয়ে এসে পরবনা। তো তাদের সামান্য ধারণা দেওয়ার জন্য আজকে আমি একটি অ্যাপ শেয়ার করব। একটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। download play store

অ্যাপটির ভিতরে কি কি আছে?

এই অ‍্যাপটিতে বিসিএস নিয়ে বিস্তারিত দেয়া আছে। বিগত সালের প্রশ্ন গুলোতে আছে। সেখান থেকে আমরা সহজেই ধারণা নিতে পারবো। যে বিসিএস পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে। মূলত অ্যাপটিতে বিসিএসে যেসব প্রশ্ন করা হয় সেইসব প্রশ্নগুলো দেয়া আছে। প্রশ্ন এবং উত্তর দুটোই সেখানে পাওয়া যাবে। তাই আমরা ঝামেলা করে খুঁজে বের করতে হবে না।



যাদের স্বপ্ন বিসিএস তারা যদি এখন থেকেই চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা বিসিএস হতে পারব। কিন্তু তার জন্য চাই ধৈর্য এবং পরিশ্রম। এবং সুন্দর মন মানসিকতা।

আমি সংক্ষেপে আপনাদের কে বোঝানোর চেষ্টা করলাম। অ্যাপটি ডাউনলোড করুন এবং অনুশীলন করুন আশাকরি কাজে দিবে।
পোস্টটি কেমন লাগলো জানাবেন। কোথাও বুঝতে কোনো অসুবিধা হলো কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আশাকরি সমস্যার সমাধান দিতে পারব।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।