Site icon Trickbd.com

Samsung J2 User রা নিয়ে নিন Galaxy S8 File Manager.

Unnamed

আসসালামু আলাইকুম


ট্রিকবিডির সকল মেম্বারদদের।
আশা করি আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন।

আজ আমি S8 File Manager নিয়ে এসেছি J200H user দের জন্য।

যারা Samsung User না, তারা দয়া করে উল্টাপাল্টা comment করবেন না।

এই কথা বলার কারণ হল,
কাল একটা Samsung System Ui নিয়ে Post করছিলাম, কিন্তু অন্যান্য ডিভাইসের User রা এসে নানা রকম উল্টাপাল্টা Comment করছে।

এইটা কী আসলেই S8 File Manager?


না এইটার Icon সহ কিছু জিনিস শুধু Mofify করা হইছে। কিন্তু এইটা Real S8 file Manager না। তবে দেখতে প্রায় একই।
কিন্তু ভাই কেও এইটা বইলেন না যে, এইটা S8 File Manager হল? আমি অনেক চেষ্টার পর এটি বানিয়েছি। যা বানিয়েছি তা Share করছি। যদি খারাপ লাগে তাহলে মাফ করবেন

তো চলুন পোষ্ট শুরু করা যাক:

১ প্রথমে এই Zip File টা ডাউনলোড করুন।

২ তারপর আপনার TWRP Recovery তে গিয়ে File টি ফ্লাশ করুন।

৩ এরপর ফোন Reboot দিন। তারপর File Manager এ আসুন। আর injoy.

বিঃদ্রঃ


J200H ডিভাইস ছাড়া অন্য মডেলের User রা এটি ডাউনলোড ইন্সটল করবেন না। আর যদি আপনারাও Try করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনার System file manager টি Backup করে নিবেন। তারপর Try করবেন।

ScreenShot:



আমি চেষ্টা করছি এই কমলা রঙের Background কে সাদা করার জন্য। আমি পারলেই আপনাদের সাথে Share করব।





না বুঝলে ভিডিও দেখুন:


Exit mobile version