Site icon Trickbd.com

[Modded App] নিয়ে নিন Shareit এর DC IronMan মোড ভার্সন + বাগ ফিক্স + No Ads

Unnamed

নিয়ে নিন Shareit এর নতুন DC IronMan মোড ভার্সন যেকোনো এন্ড্রয়েড ফোনের জন্য। কতদিন আর পুরনো স্টাইলের Shareit চলাবেন?

## এপটির সংগৃহীত। DC থিম আমার তৈরি নয়। কিন্তু এতে যাবতীয় ফিচার ও বাগফিক্স। যেমনঃ Ads remove ও Color BugFixes আমি করি।

## নতুন শেয়ারইট এর মতো অতটা বাগযুক্ত নয়।

## Play service Required না তাই Gapps বিহীন ফোনেও চলবে।

## Ads গুলো ব্লক করা হয়েছে।

## নতুন ভার্সনের চেয়ে ফাস্ট ও স্মুথ।


ফিচারসমূহঃ Shareit DC Ironman Mod Apk


★★ Dc Ironman Theme

★★ Blur Navigation Drawer Background

★★ Changed Color

★★ More Smooth

★★ Removed Google Play Dependencies

★★ Removed Ads

★★ Faster Share

স্ক্রিনশটসমূহঃ




ডাউনলোডঃ

Download Link (6.1mb)

How to download:

  1. Install Puffin Browser
  2. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dcda40962.jpg
  3. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dd2c30c92.jpg
  4. See – https://trickbd.com/wp-content/uploads/2018/04/04/5ac4dd6812f38.jpg

** App Not Installed Problem Solved for some phones! If you failed try below post:

App Not Installed! সমস্যার সমাধান


ক্রেডিটঃ

## Riadrox
## Shareit Apk
## Lucky Patcher

✋এপ এর কোনো সমস্যা বা বাগ নির্দিধায় কমেন্টে বলুন ���

ফেসবুক লালকালো মেসেন্জার লাইট

ফেসবুক লাইট RainBow মোড

ফেসবুক লাইট মোড ভার্সন V4

★★ বিঃদ্রঃ আমার শেয়ার করা মোডগুলো শুধুমাত্র আমার পার্সোনালি ইউজ করার জন্য তৈরি। এগুলো আপনারা না চালালেও আমার কিছু যায় আসে না। আমার ইচ্ছানুযায়ী আপনাদের কাছে শেয়ার করতেছি। নয়ত এগুলো আপনাদের কাছে কেউ শেয়ার করত না। আপনারা হয়ত এগুলোর অস্তিত্বও খুঁজে পেতেন না। পেলেও আমারগুলো থেকে হতো অনেক আলাদা। তাই, মোডগুলোর ভিতরে ক্রোডিট টেক্সট দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর হ্যাঁ, যাদের পছন্দ হবে না ব্যবহার করবেন না। ইটস্ সো সিম্পল!

??????????????????????????????????

## by Riadrox

Email: riadrox@gmail.com

Facebookfb/myself.riadrox

গত পোস্টের এক কমেন্টে বলেছিলাম আমি আর মোড শেয়ার করব না। এরপর সবাই আমাকে অনেক রিকুয়েস্ট করে যেন আমি আরও মোড শেয়ার করি।

ঐ পোস্টে একজন রিপোর্ট করেছিল যে, “” ট্রিকবিডি কোনো মোড শেয়ার করা জায়গা না। + ফেসবুক এপকে মোড করে শেয়ার করা বেআইনি + অনেক আইডি নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে এতে। “” – আমি এটা শোনার পর খুবই ডিপ্রেসড্ হয়ে যাই। পরবর্তীতে ঐ কমেন্টটা করে বসি। কিন্তু যখন মাথাটা খুলতে শুরু করে, তখন লেগে যাই কপিরাইট রুলস, আইন আর সফটওয়ার পাইরেসি নিয়ে ঘাটাঘাটি করতে।

১) আমি অনেক স্টাডি করার পর, বলতে পারি যে, এটা কোনোভাবে বেআইনি নয়। আমি ফেসবুক এপকে আর ফেসবুক ইনকর্পোরেটেড কোঃ কে প্রতি পোস্টেই ক্রেডিট দিয়েছি। আর এটা বেআইনি নয় কারণ ফেসবুক এর অনেক মোড XDA থেকেও বের হয়েছে যা আজও পাইরেসির আওতায় পড়েনি। (সলভড্)

২) আমি By Riadrox ক্রেডিট শুধুমাত্র আমার দেওয়া শ্রমকে আর মাল্টিউইন্ডোতেই দিয়েছি। + আমি শুধু বাগফিক্স এক্সটারনাল ফিচার্স এই করেছি ফেসবুকের কোনো ইন্টারনাল ফিচার কিংবা সার্ভার ইডিট বা বাগ ফিক্স আমার সাধ্যের বাইরে। (সলভড্)

৩) ফেসবুক এপ দিয়ে হ্যাক করা বা ফিসিং করা যদি সম্ভবই হতো তাহলে বড় বড় হ্যাকাররা ইজিলি অনেক এপ মোড করে বাজারে ছেড়ে দিয়ে আইডি গচ্চা করত। কিন্তু তা সম্ভব নয়। আর খুবই গর্বের সাথে বলতে হচ্ছেঃ আলহামদুলিল্লাহ! আজ নিয়ে ১৫দিনেরও বেশি হচ্ছে দেড়হাজারের বেশি ডাউনলোডকৃত এপটি দিয়ে আজও ৩০০-৪০০জন ফেসবুক চালাচ্ছে। আর একটি কথা, “আমার দেওয়া ট্রিকবিডি ট্যাব কারণে ২০হাজার এর মত ভিজিট পড়েছে ট্রিকবিডিতে।” আপনারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলেন না। (Shame ?)

৪) ট্রুিকবিডি মোড এপস শেয়ার করার জায়গা না এটি কই পেলেন। ট্রিকবিডি ইউনিক পোস্ট চায়, ক্রিয়েটিভিটি চায়, আবার ক্রিয়েটিভিটি দেখালেও দোষ।

পরিশেষে বলতে চাই, আপনারা একটি কমেন্ট বা রিপোর্ট করতে যতটুকু না ভাবেন তার চেয়ে দশগুণ ভাবতে হয় একজন পোস্ট কারীকে। বিশেষত যার পোস্ট হয় সবার থেকে আলাদা আর প্রতিনিয়ত ভালো পোস্ট দিতে হয়। দুএকদিন নরমাল লেভেলের পোস্ট দেওয়াও যার কাছে অপরাধ এর মতো। কারণ সবার এক্সপেকটেশন তার কাছ থেকে বেশি। তাই তার দায়িত্বও অনেক বেশি। প্রতিদিন ই আগের দিনের চেয়ে ভালো পোস্ট দেওয়া যে-সে কথা না। তাও আবার এতদূর এসে।

আমার মতে, হ্যাঁ আমার মতে, আমার একটা পোস্টও রিপোর্ট পাওয়ার মত নয় বলে আমি মনে করি। ” No Pain No Gain ” “Everything has a reason behind it!”

Exit mobile version