Site icon Trickbd.com

[For_Android]- HD অডিও রেকর্ডার অ্যাপ। সাথে dB সিস্টেম।

আসসালামু আলাইকুম।

আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়?

ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে।


ধন্যবাদ ট্রিকবিডি টিম কে। আমাকে Author করে আমার ভিতরের কিছু শেয়ার করার সুযোগ করে দিয়েছে।


 

টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা।

চলুন শুরু করি।


এই অ্যাপ নিয়ে আগে পোস্ট হয়েছে কিনা আমার জানা নেই। যদি হয়ে থাকে বা এই অ্যাপ টি কেউ আগে থেকেই চিনেন, তাহলে আমি তাদের প্রতি সম্মান রেখেই পোস্ট টি শুরু করতে চাচ্ছি।

 

অডিও রেকর্ডিং করার জন্য মোবাইলের Default রেকর্ডার টাই ভালো।

তার পরেউ বিশেষ কিছু সুবিধা প্রয়োজন হয়। যার জন্য ভালো মানের অডিও রেকর্ডার আমরা খুঁজে থাকি।

আর এই পোস্টে তেমনই একটি অডিও রেকর্ডার এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

কিন্তু অনুরোধ, পোস্ট টি পুরোপুরি পড়বেন এবং শেষে আপনার মতামপ্ত ব্যক্ত করবেন।

অ্যাপ টির নাম HD Voice Recorder (1.87 MB)

 

 

 

অ্যাপ এর সাইজ কম হলেউ ফিচার কিন্তু আমার খুবই পছন্দ।

 

 

অ্যাপ টি ওপেন করুন।

 

 

 

 

রেকর্ডিং শুরু করতে নিচের দেখানো জায়গা তে ক্লিক করুন।

 

 

 

তারপর আবার নিচের দেখানো জায়গাতে ক্লিক করুন। রেকর্ডিং শুরু হয়ে যাবে।

 

 

 

 

 

এইবার এই অ্যাপ এর প্রথম মজার বিষয় টি বলছি।

মনে করুন আপনি আপনার পাশের রুমে মোবাইল টি রেখে এলেন সেই রুমের লোক জন কি বলছে সেগুলো রেকোর্ড করার জন্য।

 

কিন্তু সেই রুমের লোক গুলো যদি ৫ মিন পর পর কথা বলে তাহলে বুঝতেই পারছেন সেই সময়ে তো রেকোর্ড বন্ধ করা সম্ভব নয়।

 

 

কিন্তু যখন সেখানে কথা হবে তখনি রেকোর্ড হবে। অন্য সময় অ্যাপ টি নিজে থেকেই রেকোরররডিং বন্ধ থাকবে।

তার জন্য নিচের ছবিতে দেখানো Skip Silence এ ক্লিক করুন।

 

 

 

 

তারপর খেয়াল করুন প্লাস (+) আর মাইনাস (-) চিহ্ন আছে।

 

আপনি যত + চিহ্নে টাচ করবেন , তত বেশি dB এর সাউন্ড না আসা পর্জন্ত রেকর্ডিন অটো শুরু হবে না।

এটা নিজে ব্যবহার করলেই বুঝবেন।

 

রেকর্ডিং সেভ করার জন্য নিচের দেখানো যায়গা তে ক্লিক করবেন।

 

 

 

এইবার ২য় আকর্ষন।

মোবাইল এর Default অডিও রেকর্ডার দিয়ে রেকর্ড করলে .wav অথবা m4a বা এই ধরনের ফাইল হয়। সেটা mp3 করার জন্য আলাদা অ্যাপ এর দরকার হয়।

কিন্তু এই অ্যাপ টা তে রেকর্ডিং সেভ করার সময় আপনি চাইলেই mp3 ফাইল হিসেবে সেভ করতে পারবেন।

নিচের ছবি টি দেখুন, বুঝতে পারবেন।

 

 

তবে সেভ করার সময় নিজের ইচ্ছানুযায়ী ফাইল টির নাম লিখে নিবেন।

যাইহোক এটিই ছিলো পোস্টের মূল বিষয়।

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন।

 

ট্রিকবিডি টিম কষ্ট করে কম্মেন্ট বক্সের এর ব্যবস্থা করেছে।

তাই সেই কম্মেন্ট বক্সে এই পোস্ট সম্পর্কিত আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না।

তাতে আমারও কিছু জানা হবে।

 

 

যদি পারেন তো আমার চ্যানেল   টি ঘুরে আসুন। উপকৃত হবেন।

ভালো থাকুন সকলে।

আল্লাহ হাফেজ