আসসালামু আলাইকুম।
ট্রিকবিডি ভিসিটর,কন্ট্রিবিউটর,অথার সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আপনারা পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন পোস্টটি কেমন হবে।সুতরাং সময় নষ্ট না কটে মূল বিষয়ে আসি।
আজকে শেয়ার করা এপসটির নাম Youtube By Click. এই এপসটি পেইড এপ।এর মাধ্যমে আপনি অনেক বেশি স্পিডে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।সাধারন ইউজাররা ২এমবিপিএস আর প্রিমিয়াম ইউজাররা ১০-১২ এমবিপিএস স্পিড পাবেন।এছাড়া ইউটিউবের যেকোনো প্লে লিস্ট একসাথে ডাউনলোড দিতে পারবেন।তাই আমি প্রিমিয়াম ক্রেক ভার্শনটি শেয়ার করলাম।
এপসটির লিংক:
এপসটি যেভাবে ইনস্টল করবেন:
- ফাইলটি ডাউনলোড করে আপনার পিসির যেকোনো ড্রাইভে আনজিপ করবেন।
- এখন নিচের ছবির মতো youtubebyclick.exe তে ক্লিক করুন।
- এবার এপসটি অটোমেটিক রান হবে।
যেভাবে স্পিড বাড়াবেন:
- এপসটি ওপেন করার পর নিচের ছবির মতো Speed লেখায় ক্লিক করুন।
- এরপর দেখবেন সাধারন স্পিড ২ mbps দেয়া সেখানে আপনি পাশের unlimited এ ক্লিক করুন।
ভিডিও যেভাবে ডাউনলোড দিবেন:
- প্রথমে ইউটিউব যেকোনো Video বা Playlist এর লিংক কপি করুন।
- এখন নিচের মতো বিভিন্ন জায়গা থেকে ভিডিও কোয়ালিটি(4k,FHD,HD,MP3,3GP) ও সাউন্ড কোয়ালিটি সিলেক্ট করুন।
- এরপর এপসটি রান করুন এবং Paste URL এ ক্লিক করুন।
- এরপন একটি নতুন পপআপ মেনু আসলে Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
আশাকরি পোস্ট সকলের ভাল লাগবে।