Site icon Trickbd.com

1MB সাইজের নিচে 5 টি সেরা অ্যাপ আপনি ইউজ করেছেন ?

Unnamed


বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
বন্ধুরা এই পোস্টটিতে আপনাদের 1 মেগাবাইটের নিচেই পাঁচটি অসাধারণ Application শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ গুলোর কাজ আপনাদের সবাইকে অবাক করে দিবে।
তো অবশ্যই পোস্টটি সম্পন্ন পড়তে থাকুন।

১. অ্যাপটির নাম : ber Launcher এই অ্যাপটির সাইজ মাত্র 560 KB
বন্ধুরা এই অ্যাপটির নামের সাথে Launcher থাকলেও এটি কোন Launcher Application না।
এই অ্যাপটি একটি শর্টকাট Application বলতে পারেন আপনার খুব সিমপ্লে যে অ্যাপ গুলো আপনারা সব থেকে বেশি ব্যবহার করেন সবগুলা সিলেক্ট করলেই আপনার ফোনে যে স্ট্যাটাস বার আছে বা নোটিফিকেশন বার আছে তার নিজ দিয়ে নতুন একটা বার তৈরী হয়ে যাবে।
যেটার মাধ্যমে আপনি খুব দ্রুত সেই অ্যাপ গুলোতে প্রবেশ করতে পারবেন simply আপনি জাস্ট উপর থেকে নটিফিকেশন বারটি টেনে নিয়ে আসবেন।
এবং দেখবেন যে নতুন কিছু অ্যাপ আপনার নোটিফিকেশন বারে নিচে চলে আসছে ওখান থেকে চাইলে আপনি যেকোন অ্যাপ্লিকেশনের মধ্যে এক ক্লিকেই ঢুকে যেতে পারবেন এই অ্যাপটি কিন্তু আমার কাছে সত্যি দারুন লেগেছে।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

২. অ্যাপটির নাম : InstaDict এটি মূলত একটি Dictionary Application বন্ধুরা আপনারা এই অ্যাপটির সাহায্যে যেকোন ভাষার ফুল Definition টা জেনে নিতে পারবেন।
এজন্য আপনাকে যা করতে হবে app টি Setup করার পর সিমপ্লে আপনি যে শব্দটার Definition টা জানতে চান শব্দটার বর্ণনা বা ওইটার অর্থ কি সেটা জানতে চান।

তাহলে আপনাকে যা করতে হবে ঐই অ্যাপটি উপর বাড়ি লেখাটির উপর টেপ করতে হবে আর আপনার ফোনটাকে Just ঝাকাইতে হবে।
তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনার ফোনে তারমানে এবং Definition খুব সুন্দর ভাবেই চলে আসবে তো এই অ্যাপটি যার পড়াশোনা করেন তারা ব্যবহার করতে পারেন।
এই অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩. এই অ্যাপটির নাম হচ্ছে lock Watch মাত্র 200 কিলোবাইটের এই অ্যাপটি কাজ আপনাকে সত্যিই মুগ্ধ করবে।
আপনি যদি দেখতে চান আপনার ফোনটিকে নাড়াচাড়া করে কিংবা কে আপনার ফোনটি লক খোলার চেষ্টা করে।
তাহলে এই অ্যাপটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এজন্য আপনাকে যা করতে হবে সিম্পলি একটি সেটাপ করে নিতে হবে।
তারপর আপনি আপনার ফোনটা রেখে যে কোন জাইগাই চলে যান।
তাহলে আপনার ফোনে যদি কেউ রং পাসওয়ার্ড বা রঙ ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে অটোমেটিক্যালি তার ছবি তুলে নিবে এই ফোনের ক্যামেরা টি।
এবং বন্ধুরা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে একটি ইমেইল সিলেট রাখতে পারেন জিমেইল আইডিতে সাথে সাথে সেই ছবিটি send হয়ে যাবে।
অর্থাৎ আপনি পৃথিবীর যে কোন জায়গায় থাকেন না কেন আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার ফোনটিকে নাড়াচাড়া করতেছে বা টিপাটিপি করতেছে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৪. এই অ্যাপটির নাম J Touch মাত্র 400 কিলোবাইটের এই অ্যাপটি আপনার ফোনের জন্য অনেকটাই Helpful হতে পারে।
আপনার ফোনের যদি ব্যাক বাটন কি নষ্ট থাকে কিংবা Recent App Button টি নষ্ট থাকে আপনারা চাইলে খুব Easily এই অ্যাপটি আপনার ফোনে Recent App button বা ব্যাক বাটন হিসেবে ব্যবহার করতে পারেন।
সিমপ্লে অ্যাপটিকে আপনার সেটআপ করে নিতে হবে তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা পপ আপ বাটন চলে আসবে আপনার ফোনের স্ক্রিনে।
তখন আপনি ওই তার উপর ক্লিক করলেই তাহলে আপনার এই অ্যাপটি home button বা Recent App Button হিসাবে কাজ করবে তো যাদের এই সমস্যাটি আছে তারা চাইলে অ্যাপটি ব্যবহার করতে পারেন।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৫. সর্বশেষ অ্যাপটির নাম AsMall Launcher বন্ধুরা অ্যাপটির নাম শুনে আপনার হয়তো বুঝে গেছেন এটি একটি লাঞ্চার Application।
এই অ্যাপটির সাইজ মাত্র 200 KB কিন্তু এই লঞ্চটির ভেতরে রয়েছে অসাধারণ কিছু ফিচার আরো রয়েছে দারুণ দারুণ কিছু সেটিংস এবং এই Launcher টি নিশ্চয়ই আপনার ফোনকে আরো ফাস্ট করে তুলবে।
যাদের ফোনে খুব কম RAM তারা চাইলে এই Launcher টি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ফোন আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে।
তো এই অ্যাপটি ডাউনলোড করতে আপনারা এখানে ক্লিক করুন।
আশা করি পোস্টটি ভালো লেগেছে ভাল লাগলে একটা লাইক করে দিবেন।
আর পোস্টটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুর সাথে।
আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।
Exit mobile version