আমি অলিরাজ, আশা করি আপ্নারা ভালো আছেন।
তো শুরু করা যাক:
*কেন apps icon হাইড করব:
১.হোম স্ক্রিন এ এপ্স এর সংখ্যা বেশি হলে
২.সিকিউরিটির কারনে
৩.অনভিজ্ঞ দের কাছ থেকে এডভান্স এপ্স দূরে রাখতে
* কি কি লাগবে:
১. রুটেড ফোন
Download
Name: App Hider Apk
Size: 3.2 MB
কিভাবে হাইড করবেন ও সিকুউরিটি দিবেন
1. এপ্স ডাউনলো করে ওপেন করুন
2. সেটিং এ গিয়ে PiN protection অন করে পিন দিন এবং ফিনিস করুন।
৩. (+) আইকনে ক্লিক করে যে এপ্স হাইড করবেন সেটা সিলেক্ট করে হাইড করুন।
৪. না বুঝলে ফলো করুন:
3.Prove:
NB:দেখুব এপ্স হাইড হয়ে গেছে, কেউ এপ্স খুজে পাবে না। তো যদি কেউ এপ হাইডারে যেতে চায় তখন আপনার দেয়া পিন চাইবে। এতে ভিতরে কি আছে কেউ দেখতে পাবে না। এতে প্রয়োজনীয় ও এডভান্সড লেভেলের এপ্স ও ডাটার ক্ষতি কেউ করতে পারবে না।
* কিভাবে আনহাইড করবেন
1. Pin দিয়ে এপ্স এ যান।
3. না বুজ্ঝলে ফলো:
ধন্যবাদ, ভালো থাকবেন।
কোন প্রব্লেম হলে কমেন্ট করুন।