কেমন কাটলো বাংলা বছরের প্রথম দিন টি,মনে হয় সবার ই ভালো কেটেছে সারাদিন ব্যাস্ততার মাঝেও আমরা আমাদের এই ট্রিকবিডিকে ভুলি না তাই তো???
তাই ত আবার আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।গত পোস্টে অনেকই কমেন্ট করেছিলেন যে গত পোস্ট টা নাকি আমার থেকে আশা করে নাই ওরা।হুম ভাই একটা সব পোস্ট ত আর হট হয় না তাই না।আমি আমার প্রোফাইল টা সব কিছু দিয়ে ভরিয়ে ফেলতে চায় যাতে যে কেউ আমার প্রোফাইল এ ঢুকলে সব কিছু পাই।এটা সম্ভব তখনি যখন আপনারা আমার সাথে থাকবেন।অনেকেই ফেইসবুক পেইজে মেসেজ করে ভাই আপনি কি অন্য সাইটে পোস্ট করেন নাকি?আবার কারো কারো আবদার যে আমি তাদের ওয়েবসাইটে পোস্ট করতাম।আবার কেউ কেউ বলেন যে ফেইসবুকে Android নিয়া যে কয়েক টা গ্রুপ আছে ওয় গ্রুপ এ নাকি আমাকে মোডেরেটর বানাতে চাই।আমি সবার কাছে বলতে চাই যে ভাইয়ারা আমি আর কোন ওয়েব সাইটে পোস্ট করি না+আর করবো ও না কারন ট্রিকবিডির মত সাইট ত আর নেই আর এইখানে অন্য রকম একটা ফিলিং আছে।আর আমি কোন গ্রুপে মোডেরেটর হতে চাই না,কারন আমার ফেইসবুক একাউন্ট প্রাইভেট।শুধ বন্ধুবান্ধব আপনজন দের সাথে ফ্রেন্ড।আপনাদের সাথে আমি কানেক্ট থাকতে পারবো শুধ আমার ফেইসবুক পেইজে।
আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনি Social Network এর কয়েক টা জনপ্রিয় এপ এ মেসেজ আসলে কিভাবে আপনি সেই মেসেজ এর উত্তর সরাসরি নোটিফিকেশন বার থেকেই দিতে পারবেন।
এই ফিচার টা Android 7.0(nougat)+ ডিভাইস গুলো তে থাকে যেমন আমার মোবাইলে স্টক ভাবে দেয়া।কিভাবে আপনার মোবাইলে সেটা ব্যবহার করবেন আজকে সেটাই দেখাব যে কোন মোবাইলে হবে।
ধরেন আপনি কোন সাইটে পোস্ট করতেছেন অথবা ফেইসবুকে স্টাটাস লিখতেছেন হঠাত করে মেসেজ আসলে যে এপ এ মেসেজ আসবে সে এপ এ ঢুকে তার কনভারসেশন এ ঢুকে তারপর তার মেসেজ এর উত্তর দিতে হবে।কিন্তু সেটা যদি না করেন যদি সরাসরি লেখা চলাকালীন সময়ে আপনি উপর থেকেই উত্তর দিয়ে দেন কেমন হয়!!আজকে সেটাই দেখাবো।
প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন
এপ টা প্লে স্টোর এ নাই অনেক দিন আগে হটাত গায়েব।
তাই আপনাদের জন্য প্রিমিয়াম ভার্সন টা নিয়ে আসলাম।
Features:
• Handsfree voice replies! Voice to text!
• QuickReply: Send quick replies
• DirectReply: Send your own predefined messages as direct replies
• Heads-up notification quick replies
• Mark as read for WhatsApp and others!
• Chat heads notification to write messages at any time
• Floating chat-head bubbles to reply when you like to
QUICKREPLY SUPPORTED APPS:
• WhatsApp, Telegram, Threema, Skype, Line, EvolveSms, YAATA, Textra, ChompSms, Hangouts, Handcent SMS…
ডাউনলোড করা শেষ হলে ইন্সটল করুন।
তারপর এপ টা ওপেন করলে নিচের মত Notification Permission চাইবে Allow করে দিন।
তারপর আপনি কোন স্টাইলে রিপ্লে করতে চান সেটা এনাবম করে দিন।
এখান থেকে আপনি কাস্টমাইজড করতে পারবেন
কোন কোন এপ গুলার Notification বার থেকে রিপ্লে করতে চান সেটা এনাবল করে দিন।
এবার দেখুন সরাসরি নোটিফিকেশন বার থেকে রিপ্লে দিতে পারবেন।
আশা করি সবাই পেরেছেন সেট আপ করতে,কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য।
আজকের মত পোস্ট টা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।