আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সাধারন এপ দিয়ে এপ বানানো শেখাবো।এজন্য একটি এপ লাগবে।
নাম:Sketchware
প্লেস্টোরে সার্চ করলেই এপটি পেয়ে যাবেন।
আমরা আজকে একটি কল করার এপ বানাবো।যেখানে বন্ধুদের ছবি এবং নাম থাকবে এবং আপনি ক্লিক করলে সরাসরি কল চলে যাবে
তো শুরুতে এপটিতে প্রবেশ করুন।তারপর নিচে দেখানো স্ক্রিনসটগুলো ফলো করুন।
+ চিন্হটিতে ক্লিক করুন।
New project এ ক্লিক করুন
এপ আইকন আর এপ এর নাম দিন
Scroll(v) বাটনটিকে চেপে কয়েক সেকেন্ড ধরে রাখুন।তারপর চিন্হিত জায়গায় রেখে ছেড়ে দিন।
Properties এ ক্লিক করুন
Layout width এ ক্লিক করুন
3 নাম্বার অপশন টিতে টিক দিয়ে 360 লিখুন এবং সেভ দিন
একঘর ব্যাকে আসুন।Linear(V) তে কয়েকসেকেন্ড চেপে ধরে চিন্হিত জায়ঘায় এনে ছেড়ে দিন
Properties এ ক্লিক করুন
Layout width এ ক্লিক করুন
3 নাম্বার অপশনটিতে টিক দিন এবং 360 লিখে সেভ দিন
Layout hight এ ক্লিক করুন
1 নাম্বার অপশনটিতে টিক দিয়ে বেড়িয়ে আসুন
এবার ImageView তে ক্লিক করে কয়েকসেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেরে দিন
Properties এ ক্লিক করুন
Layout gravity তে ক্লিক করুন
3 নাম্বার অপশনটিতে টিক দিন
+ চিহ্নতে ক্লিক করুন।
আবার + চিহ্নতে ক্লাক করুন
আবার + চিহ্নতে ক্লিক করুন
ছবিটির ছোট একটা নাম দিন।তবে ছবির সাইজ 150×150 হলে ভালো হয়।আপনি পিকসআর্ট দিয়ে ছবির সাইজটা ঠিক করে নিতে পারৃন
ছবিটিতে ক্লিক করুন
দুই নাম্বার ছবিটিতে টিক দিন
Textview টা একই ভাবে ছবিটির নিচে এনে ছেড়ে দিন
Properties এ ক্লিক করুন
Layout gravity তে ক্লিক করুন।
তিন নাম্বার অপশনটাতে টিক দিন এবং সেভ করন
Text view তে ক্লিক করুন
আপনি যার ছবি দিয়েছেন তার নাম দিন
একইভাবে আপনি আরও ছবি এবং নাম এড করুন
Logic এ ক্লিক করুন
Components এ + চীহ্নতে ক্লিক করুন
IntentCall লিখে সেভ দিন।তবে I এবং C বড় হাতের হবে
এবার Events এ + চিহ্নতে ক্লিক করুন
প্রথমে প্রথম imageview টাতে ক্লিক করে এড করুন।
একই ভাবে সবগুলো এড করুন
প্রথম Imagview টাতে ক্লিক করুন
Component এ ক্লিক করুন
এখানে আপনার বন্ধুর নাম্বার দিন।তবে নাম্বারের আগে tell: দিয়ে নেবেন
একইভাবে প্রত্যেকটি Imagview তে কাজ করুন আর ছবি অনোযায়ী আপনার বন্ধুর নাণ্বার দিন
এবার Run এ ক্লিক করুন।তারপর install করুন।তারপর ঢুকুন।
যেকোন একটা ছবিতে ক্লিক করুন।
দেখুন কল চলে গেছে।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।