রাত জেগে ঘন্টার পর ঘন্টা স্মার্টফোন ব্যবহার আমরা অনেকেই করে থাকি।
অনেকেই আমরা রাতের বেলা লাইট অফ করে শুয়ে শুয়ে স্মার্টফোন ব্যবহার করতে ভালবাসি।
কিন্তু অন্ধকার রুমে স্মার্টফোনের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা আপনার আমার চোখের জন্য কতটা ক্ষতিকর তা আমরা কেউ তেমন ভেবেও দেখি না।
এই স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত হওয়া ব্লু লাইট আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়।
এছাড়াও এই স্মার্টফোন থেকে বের হওয়া ব্লু লাইট ব্রেনের মেলাটোনিনের প্রোডাকশন কমিয়ে দেয়।
এই মেলাটোনিন আমাদেরকে দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে।
এছাড়াও দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ড্রাই আই সহ নানা রকম চোখের সমস্যা হতে পারে।
তাই ফোনের স্ক্রীনের ক্ষতিকর ব্লু লাইট থেকে আপনার চোখকে কিছুটা হলেও রক্ষা করতে ব্যবহার করতে পারেন টোয়াইলাইট অ্যাপটি।
এই অ্যাপটিতে রয়েছে চমৎকার কিছু ফিচার, তাছাড়া আপনি যেন খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারেন তার জন্য সাদামাটা ইন্টারফেস।
অ্যাপটি কিছু স্কিনসট:-
অ্যাপটিতে থাকা Color temperature, Intensity এবং Screen dim ফিচার থেকে আপনার পছন্দমতো স্কিনের ব্রাইটনেস কালার সব ঠিক করে নিতে পারবেন।
এছাড়াও আপনি কোন সময় এবং কতটা সময় এর জন্য আপনার ফোনের স্ক্রিনে ফিল্টার এড করতে চান তাও Custom অপশন থেকে সেট করে নিতে পারবেন।
এই অ্যাপটি ফোনের উজ্জ্বল আলো কমিয়ে একটি ব্লু লাইট ফিল্টার স্ক্রিনে চালু করে দেয়।
যার ফলে ক্ষতিকর ব্লু লাইট ফোনের স্ক্রিন থেকে নির্গত হয় না। আর আপনার চোখ থাকে সুরক্ষিত।
অ্যাপটি গুগল-প্লেতে 4.6 রেডিং প্রাপ্ত।
অ্যাপটি বিনামুল্যে প্লে-স্টোর থেকে ব্যবহার করা যাবে, অথবা নিচের থেকে ডাউনলোড করে নিন।
বি:দ্র: পোষ্ট পড়ার পরে অনেকেই বলবেন এই বিষয়ে পোষ্ট আছে,,হ্যাঁ আছে তবে এই অ্যাপটি নিয়ে নেই,,অন্তত আমি সার্চ করে পাই নি।
ধন্যবাদ সকলকে।