আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভালো আছেন।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কি করে sketchware ব্যবহার করে একটি ইসলামিক বা তথ্যমূলক এপ বানাবেন।এজন্য প্রথমে প্লে স্টোর থেকে sketchware এপটি ডাউনলোড করে নিন।তারপর এপটিতে ঢুকুন
প্লাস চিহ্নতে ক্লিক করুন
New project এ ক্লিক করুন
এপের নাম আর আইকন দিন
Linear(H) টিকে কিছুক্ষন চেপে ধরে রেখে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।
Scroll((V)টিকে কিছুক্ষন চেপে ধরে রেখে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।
Properties এ ক্লিক করুন
Layout width টিকে match_parent করে দিন
Linear(V) টিকে কিছুক্ষন চেপে ধরে রেখে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।
Properties এ ক্লিক করুন
Layout width টিকে match_parent করে দিন
একটু নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে।আপনার ইচ্ছামত কালার সিলেক্ট করোন
TaxtView টিকে কিছুক্ষন চেপে ধরে রেখে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।
Properties এ ক্লিক করুন
Layout width টিকে match_parent করে দিন এবং Gravity কে center_horizontal করে দিন
একটু নিচে নামুন এবং স্ক্রিনসট এর মত কাজ করুন
আপনি যতগুলো বাটন দিতে চান ততগুলো বাটন এড করুন
এড করা শেষে এক নাম্বার বাটনে ক্লিক করুন এবং Properties এ ক্লিক করুন
স্ক্রিনসট এর মত কাজ করুন
এভাবে বাকিগুলোও ইডিট করুন
তো আজকের মত এখানেই শেষ।রাতে বাকিটুকু দেবো।কারন একসাথে অনেকগুলো স্ক্রিনসট দিলে অনেকেই তা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে।সে পর্যন্ত ভালো থাকবেন।আল্লাহ হাফেজ