Site icon Trickbd.com

ইসলামিক বা যেকোন তথ্যমূলক এপ বানান sketchware দিয়ে(Sketchware app making tutorial3)

Unnamed

আসসলামু আলাইকুম।

দুপুরে আমি একটি পোস্ট করেছিলাম।আপনারা চাইলে ওই পোস্টটি দেখতে পারেন।যারা দেখেন নি তারা এই লিংক থেকে গিয়ে দেখে আসুন নয়তো কিছুই বুঝতে পারবেন না।
ইসলামিক বা যেকোন তথ্যমূলক এপ বানান sketchware দিয়ে(Sketchware app making tutorial2)
প্রথমে Sketchware এপে ঢুকুন।তারপর আগে যে এপটা আমরা অর্ধেক তৈরি করেছিলাম ওইটাতে ঢুকুন।ডাটা রিকোভার অপশন আসলে ওকে দিন।

তারপর main.xml এ ক্লিক করুন

+ বাটনে ক্লিক  করুন

page1  লিখুন এবং চিহ্নিত জায়গায় fullscreen করে দিন।তারপর add  এ ক্লিক করুন

এভাবে আপনি যতগুলো বাটন এড করেছিলেন ততগুলো  Activtiy add করুন।আমি তিনটি বাটন এড করেছিলাম।তাই তিনটি এক্টিভিটি এড করলাম।

তারপর page1.xml এ ক্লিক করুন

Linear(H) টিকে কয়েক সেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।

একইভাবে Scroll(V) টিকে কয়েক সেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।

Click properties

Layout width কে match parent করে দিন

Linear(V) টিকে কয়েক সেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।

properties এ ক্লিক করুন

Layout width কে match parent করে দিন

একটু নিচে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিন।

TextView টিকে কয়েক সেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।

Properties এ ক্লিক করুন

layout wdth কে match parent করে দিন
আর Garvity টিকে  center horizontal করে দিন

স্ক্রিনসট এর মত করুন

TextView টিকে কয়েক সেকেন্ড চেপে ধরে চিহ্নিত জায়গায় এনে ছেড়ে দিন।

Properties এ ক্লিক করুন

Layout widrh কে match parent করে দিন

একটু পরে আবার বাকিটুকু পোস্ট করবো এবং ওইখানেই এই এপের সবকিছু শেষ করে দেখাব।পোস্টটি বানাতে প্রথমে 157 টি স্ক্রিনসট লেগেছিল।পড়ে সেগুলোকে ছাটাই বাছাই করে 80 টি করেছি।ফলে আপনাদের পোস্টটি বুঝতে একটু অসুবিধা হতে পারে।তাই কোন অসুবিধা হলে কমেন্টে জানান।এখানে সমাধান দেয়া না গেলে ফেসবুকে স্ক্রিনসট সহ সমাধান দেয়ার জন্য চেষ্টৃ করব।কারন আপনাদের কাজে লাগলেই পোস্টটি সার্থক।একটু পড়ে বাকি স্ক্রিনসটগুলো এড করে পড়ের পোস্টটা করবো।সে পর্যন্ত আল্লাহ হাফেজ।