Site icon Trickbd.com

[Must see] আপনাকে ঔষধ খাওয়ানোর সময় মনে করিয়ে দিবে চমৎকার একটি অ্যাপ।

Unnamed

অসুস্থতাজনিত কোন সমস্যা হলেই আমার মেডিসিন নিয়ে থাকি।

কখনো কখনো ঔষধের দোকান থেকে ঔষধ খেলেই সুস্থ হলে যাই,,আর কখনো যদি সেই ঔষধ খেয়েও সুস্থ না হই তাহলে আমরা ডাক্তার এর শরনাপন্ন হই।

ডাক্তার দেখালেই ডাক্তার একটি প্রেস্কিপশন ধরিয়ে দেয় আমাদের।

অনেক সময় সেই প্রেস্কিপশন এর ঔষধ সময় মতো আমাদের খেতে মনে থাকে না।

আর মনে থাকলেও কখনো কখনো খাবার আগের ঔষধ খাবার পরে খেতে মনে পরে যায়।

আর আপনার এই সমস্যা সমাধান এর জন্য রয়েছে চমৎকার একটি অ্যাপ।

স্মার্টফোনের এই যুগে আপনার সমস্যার সমাধানও যেন স্মার্ট হয় তা নিয়েই থাকছে আজকের এই পোষ্ট।

অ্যাপটির নাম:- Pill Reminder…
অ্যাপটির সাইজ:- 23 MB

ডাউনলোড

অ্যাপটি কিছু স্কিনসট:-











এই অ্যাপটি দিয়ে আপনি খুব সহজেই আপনার মেডিসিন খাওয়ার সময় সঠিক সময়ে সঠিক মেডিসিন খেতে পারবেন।

অ্যাপটিতে চমৎকার কিছু ফিচার রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে।

অ্যাপটি সাহায্য আপনি ঔষধের নাম এবং কখন খাবেন তা লিখে রাখতে পারবেন।

কখন কোন সময়(টাইম am/pm) ও কতটা খাবেন তাও লিখে রাখার সুবিধা রয়েছে।

কোন দিন কোন ঔষধ খাবেন তাও সেট করে নিতে পারেন।

এছাড়াও ঔষধের কালার এবং কোন ধরনের ঔষধ খাবেন,,যেমন:- সিরাপ, ট্যাবলেট, ইনহেলার(গ্যাস), ইনসুলিন ইত্যাদি বিভিন্ন আকৃতির ইমুজি রয়েছে, যা আপনাকে সঠিক সময়ে সঠিক ঔষধ খেতে সাহায্য করবে।

উপরের সব লিখে রেখে দিলে আপনাকে সময় মতো অ্যাপটি অ্যালার্ম দিয়ে মনে করিয়ে দিবে।

Add Doctor থেকে আপনি ডাক্তার এর নাম, ঠিকানা, ফোন নাম্বার সব তথ্য এড করে নেওয়া যাবে।

তাছাড়া আপনার কখন কোন সময় পরবর্তিতে ডাক্তার এর সাথে দেখা করা দরকার তা লিখে রেখে দিলে অ্যাপটি সময় মতো তা মনে করিয়ে দিবে আপনাকে।

আপনি অ্যাপটি সাহায্য একাধিক প্রেস্কিপশন এর ঔষধ নির্দেশনা এড করতে পারবেন।

অ্যাপটি প্লে-ষ্টোরে থাকা অ্যাপ গুলোর মধ্যে সেরা লেগেছে আমার। আমি তিন চারটা অ্যাপ ব্যবহার করে দেখেছি তার মধ্যে এইটাই সুন্দর ও কাজের মনে হয়ছে আমার।

অ্যাপটি বিনামুল্যে ব্যবহার করা যাবে।

আশা করি অ্যাপটি ব্যবহার করে উপকৃত হবেন।

আর অ্যাপটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।

ধন্যবাদ

Exit mobile version